Connect with us
ক্রিকেট

বিপিএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফটে দলগুলো কত খরচ করল?

BPL 2025: How much did the teams spend on the players' draft?
বিপিএল প্লেয়ার্স ড্রাফটে ফ্রাঞ্চাইজিগুলো। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরকে সামনে রেখে আজ (সোমবার) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে অংশগ্রহণ করতে যাওয়া ৭টি ফ্রাঞ্চাইজি নিজেদের পছন্দমতো খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছেন।

এবারের ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের মধ্য থেকে নিবন্ধন করেছিলেন ১৮৮ জন। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিবন্ধন করেছিলেন ৪৪০ জন। স্থানীয় ক্রিকেটারদের ছয় ক্যাটাগরিতে এবং বিদেশি ক্রিকেটারদের পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল।

দল গঠন অর্থ খরচের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেধে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে স্থানীয় ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৪ কোটি টাকা এবং বিদেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৩ কোটি টাকা খরচ করার সুযোগ ছিল ফ্রাঞ্চাইজিগুলোর।

এবারের ড্রাফট থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দেশি-বিদেশি মিলিয়ে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। জানা গেছে, সবমিলিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকা খরচ করেছে দলটি।

আরও পড়ুন:

» বিপিএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে

» এবারের বিপিএলে দল পেলেন না যেসব তারকা ক্রিকেটাররা 

খরচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছে তারা। সিলেটের পরেই রয়েছে খুলনা টাইগার্স। সিলেটের থেকে কিছুটা কম প্রায় ৩ কোটি ২৪ লাখ টাকা খরচ করেছে মেহেদি হাসান মিরাজদের দল।

খরচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে চিটাগাং কিংস। দীর্ঘ বিরতির পর বিপিএলে ফিরে সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। এবারের ড্রাফটে তাদের গুনতে হয়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।

পাঁচ নম্বরে রয়েছে উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী। নবাগত এই দলটি খরচ করেছে প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা। দল গঠনে প্রায় রাজশাহীর সমানই খরচ করেছে আরেক নবাগত ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ফ্রাঞ্চাইজিটি প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছে।

এবারের ড্রাফটে সবচেয়ে কম অর্থ খরচ করেছে সাকিব আল হাসানের সাবেক ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। এবার দল গঠনে তাদের গুনতে হয়েছে প্রায় ২ কোটি ১২ লাখ টাকা। যদিও বিগত আসরগুলোতে বেশ বড় বাজেটেই দল গঠন করে থাকতো ফ্রাঞ্চাইজিটি। তবে এবার কম খরচে দল গঠন করেছে তারা।

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট