Connect with us
ক্রিকেট

বিপিএল ২০২৫ : ঢাকায় প্রথম পর্বে সকল ম্যাচের সময়সূচি

bpl tournament
বিপিএল ২০২৫। ছবি- সংগৃহীত

আর কিছুক্ষণের মধ্যেই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের একাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। যাদের মুখোমুখি হবে দীর্ঘদিন পর বিপিএলে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজি দল দুর্বার রাজশাহী। বেলা দেড়টায় ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল টুর্নামেন্ট।

এবার চারটি পর্বে ভাগ হয়ে তিনটে ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএলের ম্যাচ গুলো। যেখানে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা এই টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় পর্বে বিপিএলের ম্যাচগুলো গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় পর্বের খেলা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর চতুর্থ পর্বে পুনরায় ঢাকায় ফিরবে বিপিএল।

বিপিএলের এবারের আসরের মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ঢাকায় প্রথম পর্বে আজ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ৮ ম্যাচ। দ্বিতীয় পর্বে সিলেটে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত হবে ১২ ম্যাচ। চট্টগ্রামের তৃতীয় পর্বে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে ১২ ম্যাচ। শেষ পর্বে ২৬ জানুয়ারি থেকে ঢাকা অনুষ্ঠিত হবে প্লে-অফের খেলাসহ বাকি সব ম্যাচ। 

একনজরে ঢাকায় প্রথম পর্বে সকল ম্যাচের সময়সূচি :

তারিখ ম্যাচ সময়
৩০ ডিসেম্বর ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী দুপুর ১.৩০ টা
৩০ ডিসেম্বর রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটাল সন্ধ্যা ৬.৩০ টা
৩১ ডিসেম্বর খুলনা টাইগার্স-চট্টগ্রাম কিংস দুপুর ১২ টা
৩১ ডিসেম্বর সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬.০০ টা
২ জানুয়ারি দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটাল দুপুর ১.৩০ টা
২ জানুয়ারি ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬.৩০ টা
৩ জানুয়ারি দুর্বার রাজশাহী-চট্টগ্রাম কিংস দুপুর ১.৩০ টা
৩ জানুয়ারি ঢাকা ক্যাপিটাল-খুলনা টাইগার্স সন্ধ্যা ৭ টা

আরও পড়ুন:

» বিপিএল ২০২৫ : কোচিং প্যানেলসহ সকল দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

» ৮৭ বছরের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ায় কীর্তি গড়ল দর্শকরা

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট