সপ্তাহখানেক আগে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর। চলমান এই টুর্নামেন্টের ম্যাচগুলো মোট চার পর্বে অনুষ্ঠিত হবে, যার বেশিরভাগ ম্যাচ হবে হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ইতোমধ্যে মিরপুরে প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্ব যথাক্রমে সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। তিন পর্ব শেষে চতুর্থ ও শেষ পর্বে পুনরায় ঢাকায় ফিরবে বিপিএল।
ঢাকায় প্রথম পর্বে খুব বেশি ম্যাচ রাখা হয়নি। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি পর্যন্ত মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে সর্বোচ্চ ৩টি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, দুর্দান্ত রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। এর মধ্যে রংপুর তিন জয় নিয়ে শীর্ষে থেকে ঢাকার প্রাথমিক পর্ব শেষ করেছে।
অন্যদিকে রাজশাহী ৩ ম্যাচে এক জয় এবং ঢাকা জয়হীন থেকেই সিলেটে পাড়ি জমাবে। এছাড়া খুলনা টাইগার্স ২ ম্যাচে ২ জয়, চিটাগাং কিংস ২ ম্যাচে ১ জয়, ফরচুন বরিশাল ২ ম্যাচে ১ জয় এবং সিলেট স্ট্রাইকার্স ১ ম্যাচে ১ হার নিয়ে ঢাকা থেকে সিকেটে পাড়ি জমাবে।
আরও পড়ুন:
» অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা
» বিপিএল-২০২৫ : প্রথম পর্ব শেষে কার অবস্থান কোথায়
আগামী ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের ম্যাচগুলো,যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে ঢাকা পর্বে কেবল ১ ম্যাচ খেলা সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে পাঁচটি ম্যাচ খেলবে আরিফুল হকের দল। আগামী সোমবার (৬ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব ।
একনজরে সিলেট পর্বের ম্যাচসূচি :
তারিখ | ম্যাচ | সময় |
৬ জানুয়ারি | সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স | দুপুর ১টা ৩০ |
৬ জানুয়ারি | দুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশাল | সন্ধ্যা ৬টা ৩০ |
৭ জানুয়ারি | রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস | দুপুর ১টা ৩০ |
৭ জানুয়ারি | ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬টা ৩০ |
৯ জানুয়ারি | ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স | দুপুর ১টা ৩০ |
৯ জানুয়ারি | ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংস | সন্ধ্যা ৬টা ৩০ |
১০ জানুয়ারি | দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্স | দুপুর ২টা |
১০ জানুয়ারি | ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স | সন্ধ্যা ৭টা |
১২ জানুয়ারি | খুলনা টাইগার্স বনাম সিলেট স্ট্রাইকার্স | দুপুর ১টা ৩০ |
১২ জানুয়ারি | দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা ৩০ |
১৩ জানুয়ারি | চিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স | দুপুর ১টা ৩০ |
১৩ জানুয়ারি | রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬টা ৩০ |
ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৫/বিটি