Connect with us
ক্রিকেট

বিপিএল ২০২৫ : যে দলে যোগ দিলেন তাওহীদ হৃদয়

Tawhid Hridoy joins Fortune Barisal in BPL 2025
কুমিল্লার জার্সিতে তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

আর দুদিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমের প্লেয়ার ড্রাফট। ড্রাফটের আগে সরাসরি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। নিজেদের শক্তি-সামর্থ্য বাড়িয়ে নিতে ইতোমধ্যে বড় বড় তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস, ঢাকা ক্যাপিটালস ফ্রাঞ্চাইজিগুলো।

ঢাকা-চিটাগাংয়ের চেয়ে পিছিয়ে নেই গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও। শিরোপা ধরে রাখার লড়াইয়ে একের পর এক তারকা ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন জাতীয় দলের হার্ডহিটার ব্যাটার তাওহীদ হৃদয়।

শুক্রবার (১১ অক্টোবর) হৃদয়কে দলে ভেড়ানোর ঘোষণা দিয়ে এক ফেসবুক পোস্টে ফ্রাঞ্চাইজিটি লিখেছে, ‘তাওহীদ হৃদয় একজন বরিশাইল্লা।’

বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন হৃদয়। বিপিএলের সফলতম দলটির হয়ে প্রথম মৌসুমেই রাঙিয়েছেন এই তারকা। ১৪ ইনিংসে ৩৮.৫০ গড় ও ১৪৯.৫১ স্ট্রাইক রেটে ৪৬২ রান করেছিলেন তিনি। যেখানে একটি শতকের পাশাপাশি দুটি অর্ধশতকও ছিল। তাছাড়া গত আসরে সর্বোচ্চ ২৪টি ছক্কাও এসেছিল হৃদয়ের ব্যাট থেকে।

আরও পড়ুন:

» দুই বছরের মধ্যে শক্তিশালী দল নিয়ে হাজির হব : ব্রাজিল কোচ

» বিপিএল ড্রাফটে ক্রিকেটারদের গ্রেডিং নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল

এর আগে ২০২২ বিপিএলে বরিশালের হয়ে খেলেছিলেন হৃদয়। যদিও সে আসরে খুব একটা সুবিধা করতে পারেননি এই ব্যাটার। ১০ ইনিংসে ১৭ গড়ে ১৩৬ রান করেছিলেন তিনি।

তবে পরবর্তী ২০২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত খেলা উপহার দেন তিনি। ১২ ইনিংসে ৩৬.৬৪ গড় ও ১৪০.৪২ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেন এই তারকা। এরপর থেকেই জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন হৃদয়। বর্তমানেও রয়েছেন দারুণ ছন্দে। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মিডল অর্ডারে নিজেদের শক্তি বাড়িয়ে নিতে দলে ভিড়িয়েছে এই তারকাকে।

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট