Connect with us
ক্রিকেট

বিপিএল ২০২৫ : প্লে-অফের দৌড়ে দলগুলোর সামনে যে সমীকরণ

The equation facing the teams in the race for the playoffs in 2025 BPL
বিপিএলের প্লে-অফের ৩ জায়গার জন্য লড়াইয়ে ৬ দল। ছবি- সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম তিন পর্বের খেলা শেষ হয়েছে। যেখানে ঢাকায় প্রাথমিক পর্বের পর সিলেট ও চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোও শেষ হয়েছে। এবার শেষ পর্বের জন্য আবারো ঢাকায় ফিরছে বিপিএল।

বিপিএলের প্রথম তিন পর্বে ৩২টি ম্যাচের খেলা সম্পন্ন হয়েছে। এর মধ্যে একমাত্র দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। তবে প্লে-অফ নিশ্চিত হলেও শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফাই নিশ্চিতে একটি জয় পেতে দলটিকে। তবে সোহানদের বাকি রয়েছে ৩টি ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স।

প্লে-অফের ৩ জায়গার জন্য ৬ দলের সামনে যে সমীকরণ:

ফরচুন বরিশাল

রংপুরের পর প্লে-অফের দৌড়ে সবার আগে আছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট পেয়েছে দলটি। প্লে-অফের দৌড়ে তাদের সমীকরণ অনেকটাই সহজ। লিগ পর্বে তাদের বাকি চার ম্যাচ, যার মধ্যে একটিতে জয় পেলেই প্লে-অফ নিশিত হবে। শেষ চার ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস।

চিটাগং কিংস

বরিশালের পর প্লে-অফের দৌড়ে রয়েছে চিটাগং কিংস। ৯ ম্যাচ খেলে বরিশালের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে মোহাম্মদ মিথুনের দল। লিগ পর্বে তাদের বাকি আছে তিন ম্যাচ, যার মধ্যে দুটি ম্যাচে জয় পেলেই প্লে-অফ নিশিত হবে বন্দর নগরীর দলটির। তবে নেট রান রেট ধনাত্মক হওয়ায় এক ম্যাচ জিতেও শেষ চারে জায়গা হতে পারে দলটির। বাকি তিন ম্যাচে চিটাগংয়ের প্রতিপক্ষ ক রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স।

আরও পড়ুন:

» বর্ষসেরা মনোনয়ন পেল পাকিস্তানের বিপক্ষে লিটনের সেই সেঞ্চুরি

» ক্রিকেটে মনোযোগী রায়ান বার্ল, রাজশাহীর পেমেন্ট ইস্যুতে যা বললেন

খুলনা টাইগার্স

চলতি বিপিএলে ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে খুলনা টাইগার্স। প্লে–অফ নিশ্চিতে লিগ পর্বের শেষ তিন ম্যাচেই জিততে হবে মেহেদি হাসান মিরাজদের। তবে দুই জয় নিয়েও শেষ চারে জায়গা করে নিতে পারবে দলটি। সেক্ষেত্রে একটি ম্যাচে দুর্বার রাজশাহীকে হারতে হবে। শেষ তিন ম্যাচে খুলনার প্রতিপক্ষ টেবিলের দুই শীর্ষ দল রংপুর ও বরিশাল। এছাড়া আরেকটি ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মোকাবিলা করবে তারা।

দুর্বার রাজশাহী

প্লে-অফ নিশ্চিতে দুর্বার রাজশাহীর সামনেও বেশ কঠিন সমীকরণ। খুলনার সমান ৪টি জয় পেয়েছে তারা। তবে খুলনার চেয়ে এক বেশি খেলেছেন তাসকিনরা। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান তাদের। তবে শেষ দুই ম্যাচে শুধু জয় পেলেই হবে না রাজশাহীর, একধাপ ওপরে থাকা খুলনাকে হারতে হবে একাধিক ম্যাচে। তাছাড়া নেট রান রেট বাড়াতে জয়গুলোও পেতে হবে বড় ব্যবধানে। শেষ দুই ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ রংপুর ও সিলেট।

ঢাকা ক্যাপিটালস

শুরুতে হোঁচট খাওয়া ঢাকা ক্যাপিটালস শেষ কয়েকটি ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। শুরু থেকে টানা ৬ হারের পর দশম ম্যাচ শেষে ঢাকার নামের পাশে ৩ জয়। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান ঢালিউড সুপারস্টার শাকিব খানের দলটির। তবে প্রত্যাবর্তনটা অনেকটা দেরিতে হয়েছে। যে কারণে ঢাকার প্লে-অফের সমীকরণ অনেকটা কঠিন।

লিগ পর্বের শেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি খুলনা ও রাজশাহীর হারও কামনাও করতে হবে ঢাকাকে। এক্ষেত্রে খুলনা ও রাজশাহীর পয়েন্ট ১০–এর বেশি না হলে ঢাকার জন্য সুযোগ থাকবে। তবে এদের মধ্যে কেউ ১২ পয়েন্ট পেলেই বাদ পড়বে ঢাকা। শেষ দুই ম্যাচে রাজধানীর দলটির প্রতিপক্ষ বরিশাল ও খুলনা।

সিলেট স্ট্রাইকার্স

কাগজে–কলমে টিকে থাকলেও প্লে-অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে সিলেট। ৯ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের তলানীতে থাকা দলটিতে শেষ ৩ ম্যাচেই বড় ব্যবধানে জয় পেতে হবে। ১০ পয়েন্ট নিয়েও নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে দলটিকে।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট