গত বছরের ৩১ ডিসেম্বর পর্দা উঠেছে বিপিএলের ১১তম আসরের। ইতোমধ্যেই চলতি আসরের ৮টি ম্যাচ সম্পন্ন হয়েছে। আর এরই মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি আসরের ঢাকা পর্বের খেলা। দুইদিন বিরতি দিয়ে আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্বের খেলা। প্রথম পর্বের খেলা শেষে কোন দল পয়েন্ট টেবিলের কোথায় রয়েছে সেটাই এখন মুখ্য বিষয়।
ঢাকা পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সম্প্রতি গ্লোবাল সুপার লিগ জেতা রংপুর রাইডার্স। তিন ম্যাচ খেলে তিনটাতেই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে টুর্নামেন্টেরই অন্যতম আরেকটি ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসকে। ঢাকা পর্বের তিন ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে ঢালিউড কিং শাকিব খানের মালিকানাধীন দলটিকে।
চলতি আসরে ঢাকা পর্বে মাঠে গড়িয়েছে ৮টি ম্যাচ। যেখানে সর্বাধিক ৩ টি করে ম্যাচ খেলেছে তিনটি দল। দলগুলো হলো রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে ঢাকা পর্বে দুইটি করে ম্যাচ খেলেছে তিনটি দল। এদের মধ্যে রয়েছে ফরচুন বরিশাল, চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স। তবে চলতি আসরের প্রথম পর্বে সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। এখনও পর্যন্ত চলতি আসরে একটি ম্যাচে মাঠে নেমেছে তাঁরা।
আরও পড়ুন:
» জাতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে ইতিবাচক মেহেদী মিরাজ
» চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের নেতৃত্বে কে জানাল বিসিবি
ঢাকা পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। এই পর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে তাঁরা। এতে করে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে তাঁরা। অন্যদিকে চলতি আসরে অপরাজিত রয়েছে খুলনা টাইগার্সও। ঢাকা পর্বে দুই ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়েছে মিরাজের দল। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে দলটি।
এদিকে ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান বন্দরনগরীর দল চিটাগং কিংস। কিংসের সমান ২ ম্যাচ খেলে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট অর্জন করেছে ফরচুন বরিশাল। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অন্যদিকে দুর্বার রাজাশাহী সর্বাধিক ৩ ম্যাচ খেললেও জিততে পেরেছে মাত্র একটিতে। ২ হার ও ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে দলটি। এদিকে তিনটি ম্যাচ খেলেও নামের পাশে একটি পয়েন্টও যোগ করতে পারেননি ঢাকা ক্যাপিটালস। ৩ ম্যাচে কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের ছয় নম্বরে রয়েছে শাকিব খানের দল। ঢাকার ন্যায় পয়েন্ট শূন্য রয়েছে সিলেট স্ট্রাইকার্সও। এবারের বিপিএলে এক ম্যাচ খেলে একটিতেই হারের মুখ দেখতে হয়েছে তাদের। ফলে কোনো ধরনের পয়েন্ট ছাড়াই টেবিলের তলানিতে রয়েছে দলটি।
ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৫/এসআর/বিটি