দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আর মাত্র ৩দিন পর পর্দা উঠবে ২০২৫ বিপিএলের। এবারের আসরকে জমজমাট করতে বিভিন্ন ক্ষেত্রে নতুনত্ব আনা হয়েছে। মাঠের খেলা জমিয়ে তোলার পাশাপাশি টিভির পর্দা জমিয়ে তুলতেও থাকছেন দেশি-বিদেশি বেশ কয়েকজন ধারাভাষ্যকার।
ইতোমধ্যে বিপিএলের ধারাভাষ্য প্যানেল চূড়ান্ত করা হয়েছে। এবারের বিপিএলে ধারাভাষ্য দেবেন দেশবিদেশের মোট ৯ জন ধারাভাষ্যকার। এর মধ্যে বাংলাদেশ থেকে থাকবেন ৪ জন এবং বাকি ৫ জন বিদেশি।
বাংলাদেশ থেকে বরাবরের মতোই থাকছেন ভয়েস অব বাংলাদেশ খ্যাত আতহার আলী খান। তাকে সঙ্গ দেবেন আরেক প্রখ্যাত ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। এছাড়া অভিজ্ঞ মাজহার উদ্দিন অমিসহ থাকছেন তরুণ ধারাভাষ্যকার সমন্বয় ঘোষ।
আরও পড়ুন:
» বাংলাদেশ-ভারতকে পেছনে ফেলে জিম্বাবুয়ের নতুন রেকর্ড
» ২০২৫ সালে ব্রাজিলের সকল ম্যাচের সময়সূচি
বিদেশি ধারাভাষ্যকারদের মধ্যে সবচেয়ে বড় চমক ড্যানি মরিসন। বিপিএলে একসময় নিয়মিত তাকে পাওয়া গেলেও সবশেষ কয়েকটি আসরে তার কন্ঠ মিস করেছে বিপিএল। তবে পুনরায় নিউজিল্যান্ডের প্রখ্যাত এই ধারাভাষ্যকারকে বিপিএলে পেয়ে উচ্ছ্বসিত দেশের সমর্থকেরা।
ড্যানি ছাড়াও থাকছেন দক্ষিণ আফ্রিকার ধারাভষ্যকার এইচডি আকারম্যান এবং তাদেরকে সঙ্গ দেবেন ওয়েস্ট ইন্ডিজের স্যার কার্টলি আমব্রোস, পাকিস্তানের আমির সোহেল এবং জিম্বাবুয়ের টিনো মায়োয়ো। সবশেষ কয়েকটি আসরে তারা অনেকেই নিয়মিত ছিলেন।
একনজরে ২০২৫ বিপিএলের চূড়ান্ত ধারাভাষ্য প্যানেল
দেশি―
আতহার আলী খান
শামীম আশরাফ চৌধুরী
মাজহার উদ্দিন অমি
সমন্বয় ঘোষ
বিদেশি―
ড্যানি মরিসন
এইচডি আকারম্যান
স্যার কার্টলি আমব্রোস
আমির সোহেল
টিনো মায়োয়ো
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১১তম আসরের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/বিটি