সরকারের পট পরিবর্তনের পর দেশের ক্রিকেট বোর্ডেও আসে পরিবর্তন। এতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়। তবে সব শঙ্কা উড়িয়ে দেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বিপিএল যথাসময়েই মাঠে গড়াবে বলে জানিয়েছিলেন তিনি। অবশেষে এ নিয়ে সিদ্ধান্ত এসেছে।
চলতি বছরের শেষদিকেই মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। আর আগামী মাসেই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, ‘আজকের সভায় বিপিএল নিয়ে আলোচনা করেছি। এবারের আসরের দল ৯৫ শতাংশ কনফার্ম। ৩টা দল পরিবর্তন হয়েছে। নিয়মকানুনের যে ব্যাপারগুলো ছিল, তা নিয়েও আলোচনা হয়েছে। দু-এক দিনের মধ্যে দলগুলো চূড়ান্ত হয়ে যাবে।’
আরও পড়ুন:
» সাকিব অবসর ঘোষণার আগেই এ প্রসঙ্গে যা বলেছিলেন রাজ্জাক
» আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরবেন সাকিব?
বিপিএলের ড্রাফট ও টুর্নামেন্ট শুরুর সময় জানিয়ে ফারুক বলেন, ‘আগামী ১৪ অক্টোবর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। এরপর ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের আসর।’
বিপিএলের প্রতিটি আসরের টিকিট নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ দেখা যায়। এ কারণে এবারের আসরের বেশিরভাগ টিকিট অনলাইন ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে চায় বিসিবি।
এ নিয়ে বিসিবি বস বলেন, ‘কাগজের টিকিটে নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন। এজন্য আমরা ৭০-৮০ শতাংশ টিকিট যাতে ডিজিটাল মাধ্যমে ক্রয় করা যায় সে ব্যবস্থা করবো।’
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/বিটি