সদ্য সমাপ্ত বিপিএলের আগে আকিফ জাভেদকে হয়ত অনেকেই চিনতেন না। তবে গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেট খেলছেন এই পাকিস্তানি পেসার। এর আগে পিএসএল-সহ বিপিএলেও খেলেছেন তিনি। তবে এবারের বিপিএল দিয়ে সকলের নজরে এসেছেন এই পেসার। বিপিএলে নজরকাড়া পারফরম্যান্স করে পাকিস্তান জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন এই উঠতি তারকা।
পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন আকিফ। দলটির তারকা পেসার হারিস রউফ ইনজুরিতে পড়ায় তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন এই বাঁহাতি পেসার।
সদ্য সমাপ্ত বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আকিফ। রংপুর এলিমিনেটরে বাদ পড়ার আগে ১১ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন তিনি। এতে বিপিএলে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় যৌথভাবে দুইয়ে ছিলেন তিনি। তাছাড়া তার ইকোনমিও ছিল কম। ওভারপ্রতি ৬.৮৯ রান খরচ করেছেন এই পেসার।
আরও পড়ুন:
» কিট স্পন্সর যুগে বাংলাদেশ ফুটবল, হামজা-জামালদের সঙ্গী ‘দৌড়’
» টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে!
বিপিএলে আকিফের এমন পারফরম্যান্সের পর রংপুরের কোচ মোহাম্মদ আশরাফুল বলেছিলেন, এবারের বিপিএলের আবিষ্কার আকিফ জাভেদ। আশা করছি সে খুব দ্রুতই পাকিস্তানের জাতীয় দলে ডাক পাবে। অবশেষে বিপিএলের পারফরম্যান্সে ভর জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই উদীয়মান পেসার।
মূলত হারিসের চোটেই কপাল খুলেছে আকিফের। যদিও হারিসের চোট খুব বেশি গুরুতর নয়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কোনো ঝুঁকি নিতে চায় না পিসিবি। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ডাক পড়েছে আকিফের।
এদিকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এরপর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতোমধ্যে ফাইনালে পা রেখেছে কিউইরা। আগামীকাল পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে। এই ম্যাচে যারা জয় পাবে তারাই নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে পাকিস্তানের জার্সিতে অভিষেক হতে পারে আকিফের।
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৫/বিটি