ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসব্যাপী বিপিএলের পর্দা নামছে আজ। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ফাইনালের এ জমজমাট লড়াই দেখতে মুখিয়ে আছে দেশের ক্রিকেটপ্রেমীরা।
বিপিএলের এবারের ফাইনাল নিয়ে উত্তেজনার কমতি নেই। দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে ফাইনাল দেখবে ক্রিকেট ভক্তরা। দেশের ভেতরে সরাসরি স্টেডিয়াম গিয়ে খেলা দেখার পাশাপাশি টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে খেলা দেখার পর্যাপ্ত সুযোগ রয়েছে। এবার দেশের বাইরে অবস্থান করা ক্রিকেট ভক্তদেরও সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের ফাইনাল ম্যাচটি বিশ্বের ৬৪ টি দেশ থেকে সরাসরি উপভোগ করা যাবে। বিপিএল সম্প্রচারের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক।
বাংলাদেশে টি-স্পোর্টস ও গাজী টিভি এবং অনলাইনে র্যাবিটহোল ও টি-স্পোর্টস অ্যাপে সম্প্রচারিত হবে বিপিএল ফাইনাল। প্রতিবেশী দেশ ভারতে ফ্যানকোড এবং পাকিস্তানে টেন স্পোর্টসে উপভোগ করা যাবে।
মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরান, আরব আমিরাতসহ ২৭ টি দেশে ডিইউ এন্ড মবিলি, ক্রিকবাজ, ক্রিকলাইফ, স্টারজপ্লে, ওরেডো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মিয়ানমারসহ ১১ টি দেশে পিসিসিডব্লিউ, স্টারহাব, অ্যাস্ট্রো ও ক্রিকবাজে উপভোগ করা যাবে।
এছাড়া উত্তর আমেরিকার ২৩ টি দেশে উইলো টিভিতে দেখা যাবে এবারের বিপিএল ফাইনাল।
আরও পড়ুন: কুমিল্লার পঞ্চম নাকি বরিশালের প্রথম, কার ঘরে উঠছে শিরোপা?
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/এমটি