এবারের বিপিএলের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। টানা দ্বিতীয় আসরের মতো ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। অপরদিকে দীর্ঘ অপেক্ষার প্রহর গুণে অবশেষে শিরোপা লড়াইয়ে চিটাগং কিংস।
আজ একাদশ বিপিএলের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। দর্শকরা অপেক্ষায় রয়েছেন বরিশাল-চিটাগংয়ের ফাইনালের মহারণ দেখার। তবে কে হাসবে শেষ হাসি বরিশাল নাকি চিটাগং?
পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। তারা টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের দৌড়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে।
আরও পড়ুন :
» বিপিএল ফাইনালে তামিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি
» ব্রাজিল তারকাকে ‘ভাই’ বললেন রোনালদো, দিলেন বিদায়ী বার্তা
শিরোপা ধরে রাখতে পারলে ঢাকা ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির পর তৃতীয় সর্বোচ্চ (দুইবার) ট্রফি জয়ের নজির গড়বে বরিশাল।
অপরদিকে ২০১৩ সালে ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যায় চট্টগ্রাম কিংস।
প্রথমবারের মতো বিপিএল শিরোপা নিশ্চিত করতে হলে বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী বরিশালকে হারাতে হবে চট্টগ্রামকে।
ট্রফি উন্মোচনের মঞ্চে হাসি মুখেই দেখা গেছে দুই দলের অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিথুনকে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের হাইভোল্টেজ ফাইনালে চিটাগাং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি
ক্রিফোস্পোর্টস/০৭ফেব্রুয়ারি২৫/এসএ