Connect with us
ক্রিকেট

সাকিব-তামিমের আরেকটি জমজমাট ম্যাচের অপেক্ষায় বিপিএল

Shakib and Tamin in bpl 2024
বিপিএলে গ্রুপ পর্বের ম্যাচে সাকিব-তামিম। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে ফের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স এবং তামিম ইকবালের ফরচুন বরিশাল। দুই দলের জন্যেই বেশ গুরুত্বপূর্ণ এই ম্যাচ সাকিব-তামিমের বিভক্ত ইস্যুতে পেয়েছে ভিন্ন মাত্রা। তাই বলাই চলে চলতি বিপিএলের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে রংপুর এবং বরিশালের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি দুই দেখায় সমান একটি করে ম্যাচ জিতেছিল সাকিব ও তামিমের দল। আর এরই মধ্যে ফাইনালে একটি অবস্থান নিশ্চিত করে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিকে জাতীয় দলে আসার আগে থেকেই বন্ধুত্ব ছিল সাকিব-তামিমের মাঝে। লম্বা সময় ড্রেসিংরুম শেয়ার করেছেন একই সঙ্গে। এক হয়ে একাধিক ম্যাচ জিতেছেন বাংলাদেশকে। তবে গেল কিছু বছর ভাটা পড়েছে দুই বন্ধুর সম্পর্কে। সেই সম্পর্কের তিক্ততা বেড়েছে এতটাই যে তাদের কেন্দ্র গোটা দেশের ক্রিকেট প্রেমীরা হয়ে গেছেন দুই ভাগে বিভক্ত।

সাকিব-তামিমের দ্বন্দ্ব স্পষ্ট হয়েছিল ভারত বিশ্বকাপের আগেই। তারপর থেকেই জাতীয় দলের জার্সিতে একসঙ্গে মাঠে নামেননি তারা। তবে বিপিএল মুখোমুখি এনে দাঁড় করিয়েছে এই দুই প্রাক্তন বন্ধুকে। যা খেলার মাঠে ছড়াচ্ছে উত্তেজনা এবং দর্শকদের মাঝে উন্মাদনা। যার একটা দৃষ্টান্ত দেখা গেছে গ্রুপ পর্বে দু’দলের মধ্যকার শেষ ম্যাচে।

রংপুর ও বরিশালের সেই রোমাঞ্চকর ম্যাচ ছাপিয়ে গিয়েছিল গোটা আসরের সবকিছুকেই। বরিশালের হয়ে দুর্দান্ত শুরু করা তামিম ইকবালকে নিজের প্রথম বলেই ফিরিয়ে নিজের ট্রেডমার্ক সেলিব্রেশন দিয়েছিল সাকিব। এরপর নিজেদের বোলিং ইনিংসে সাকিব আউট হলে অনেকটা তার সেই সেলিব্রেশানটি ব্যঙ্গাত্মকভাবে উদযাপন করে সমালোচনা জন্ম দিয়েছিলেন তামিম।

তবে ক্রিকেট বিশ্লেষক অথবা বিসিবি বিষয়টিকে দেখছে ইতিবাচক হিসেবে। কেননা ম্যাচে এরকম ছোট ছোট ঘটনা ম্যাচকে দর্শকদের কাছে আরো বেশি রোমাঞ্চকর করে তোলে। সেই ধরনেরই আরেকটি জমজমাট ম্যাচ অবশ্যই উপভোগ করার আশায় আজ থাকবেন ক্রিকেট ভক্তরা। যেখানে সাকিব-তামিমের দ্বন্দ্ব ছাপিয়ে জয় হবে ক্রিকেটের।

আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিং-বোলিং কোচ চূড়ান্ত করল বিসিবি

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট