বাংলাদেশ প্রিমিয়ার লিগের গ্রুপপর্বে আর মাত্র ১০টি ম্যাচ বাকি আছে। এর মধ্যে থেকে কপাল পুড়বে তিন দলের। আর বাকি তিন দলের কপাল খুলবে। এক দলের কপাল আগেই খুলেছে। বিপিএলে প্লেঅফ নিশ্চিত করে সুখেই আছে রংপুর রাইডার্স। এখন অপেক্ষা তিন দলের।
ঢাকা-সিলেট-চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফিরেছে একাদশ বিপিএল। অধিকাংশ দলই নিজেদের ১২ ম্যাচের মধ্যে নয়টি করে ম্যাচ খেলে ফেলেছে। আর এতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। প্লে-অফের বাকি তিন দলের প্রতিযোগিতায় রয়েছে ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। অন্য তিন দলও কাগজে–কলমে টিকে আছে।
কোন দলের সামনে কী সমীকরণ রয়েছে তা একটু দেখে নেওয়া যাক…
রংপুর রাইডার্স: বিপিএলে নটি ম্যাচ খেলে আটটিতে জিতে ইতোমধ্যে প্লে-অফ খেলা নিশ্চিত করেছে। হাতে আছে আরও তিন ম্যাচ। আর একটি ম্যাচ জিতলেই সেরা দুইয়ে থেকে প্লেঅফ নিশ্চিত হবে। আর দুটি ম্যাচ জিতলে বিপিএল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লে–অফে খেলবে।
আরও পড়ুন:
» সিদ্ধান্ত পাল্টালো বিসিবি, হচ্ছে না মেয়েদের বিপিএল
» বিপিএল ২০২৫ : একনজরে ঢাকার শেষ পর্বের ম্যাচসূচি
ফরচুন বরিশাল: বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল টেবিলের দুইয়ে রয়েছে। প্লে-অফে ওঠার জন্য এখনো চার ম্যাচ বাকি তাদের। একটি ম্যাচ জিতলেই প্লে-অফে খেলা নিশ্চিত হবে। দুটিতে জিতলে কোনো হিসাব–নিকাশ ছাড়াই কোয়ালিফায়ারে খেলবে।
চিটাগং কিংস: পয়েন্ট টেবিলের তিনে চিটাগং কিংস। প্লে–অফে খেলতে হলে দলটিকে জিততে হবে আরও দুই ম্যাচ। তিন ম্যাচ বাকি থাকায় একটি ম্যাচ জিতলেও এলিমিনেটরে জায়গা করে নেওয়া সম্ভব। সে ক্ষেত্রে নেট রান রেট বিবেচনায় আসবে।
খুলনা টাইগার্স: খুলনা টাইগার্সের সামনেও রয়েছে প্লে-অফে খেলার সুযোগ অন্য দলগুলোর ওপর নির্ভর না করতে চাইলে লিগ পর্বে শেষ তিন ম্যাচেই জিততে হবে। দুটিতে জিতলেও সম্ভব, সে ক্ষেত্রে যেকোনো একটি ম্যাচে দুর্বার রাজশাহীর হার কামনা করতে হবে।
দুর্বার রাজশাহী: পাঁচ বছর পর বিপিএলে ফিরেছে রাজশাহী। দুর্বার নাম দিলেও হারতে হারতে দুর্বল রাজশাহী নামে ট্রল হচ্ছে। ৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচে। লিগ পর্বে ম্যাচ বাকি মাত্র দুটি। শেষ চারে জায়গা করে নিতে হলে রাজশাহীকে দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে। সেই সঙ্গে খুলনাকেও একাধিক ম্যাচ হারতে হবে।
ঢাকা ক্যাপিটালস: ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল প্লে–অফের দৌড় থেকে অনেকটা ছিটকে পড়েছে। সর্বশেষ চার ম্যাচের তিনটিতে জিতলেও শুরুর দিকের হারে তারা ব্যাকফুটে। লিগ পর্বে শেষ ম্যাচ দুটিতে শুধু বিশাল ব্যবধানে জেতার পর খুলনা ও রাজশাহীর পয়েন্ট যদি ১০ এর বেশি না হয় তাহলে শেষ চারে খেলা হবে ঢাকার।
সিলেট স্ট্রাইকার্স: সিলেট স্ট্রাইকার্সের শেষ চারে ওঠার সমীকরণ নিজেদের হাতে নেই। বাকি থাকা তিন ম্যাচই বিশাল ব্যবধানে জিতলে তাদের পয়েন্ট হবে ১০। এরপর ১০ পয়েন্ট পাওয়া অন্য দলগুলোর সঙ্গে আসবে নেট রান রেটের হিসাব–নিকাশ। যদিও এবারের পারফর্ম দিয়ে এই অসম্ভবকে সম্ভব করা যাবে কীনা তা বোঝা যাচ্ছে না। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কিছু একটা ঘটে যেতেই পারে।
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৫/এজে