Connect with us
ক্রিকেট

বিপিএল : ১৪ অক্টোবর প্লেয়ার ড্রাফট, কে কোন ক্যাটাগরিতে?

BPL_2025
বিপিএল ট্রফি। ছবি- সংগৃহীত

আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ১৪ অক্টোবর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। এবারের ড্রাফটের জন্য ১৮৮ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।

বিপিএলের এবারের আসরে অংশগ্রহণ করছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার পরিবর্তে খেলবে দুর্বার রাজশাহী। এছাড়া ঢাকা ও চিটাগাং পুরোনো ফ্রাঞ্চাইজিতে ফিরেছে। তবে ড্রাফটের আগে নতুন ও পুরাতন ফ্রাঞ্চাইজির জন্য ভিন্ন ভিন্ন নিয়ম রাখা হয়েছে। ড্রাফটের আগে পুরাতন ফ্রাঞ্চাইজিগুলো দুই জন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে এবং একজনকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে পারবে। অন্যদিকে নতুন ফ্রাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে তিনজনকে দলে নিতে পারবে।

বিপিএলের এবারে ড্রাফটে ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। তবে গত আসরের চেয়ে এবারের আসরে পারিশ্রমিক কমেছে। তবে গত আসরে ৭ ক্যাটাগরিতে সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক থাকলেও এবারের আসরে ৬ ক্যাটাগরিতে সর্বনিম্ন পারিশ্রমিক থাকছে ১০ লাখ টাকা।

আরও পড়ুন:

» সাকিবকে দলে ভেড়াল চিটাগাং কিংস

» বিপিএল : ঢাকা ছেড়ে নতুন ঠিকানায় শরিফুল 

এবারে আসরে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পারিশ্রমিক পাবেন ৬০ লাখ টাকা, যা গত আসরে ছিল ৮০ লাখ টাকা। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১০ লাখ কমে ৫০ লাখ এবং ‘সি’ ক্যাটাগরিতে ৫ লাখ কমে ২৫ লাখ টাকা হয়েছে। তবে ডি, ই, এফ ক্যাটাগরিতে গতবারের সমানই যথাক্রমে ২০ লাখ, ১৫ লাখ ও ১০ লাখ টাকা পারিশ্রমিক থাকছে।

ড্রাফটের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারের তালিকা:

‘এ’ ক্যাটাগরি : তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

‘বি’ ক্যাটাগরি : এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাশরাফী বিন মুর্তজা, শেখ মেহেদি, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

‘সি’ ক্যাটাগরি : ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, নাইম শেখ, রনি তালুকদার, সৌম্য সরকার, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাহিদ রানা, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, রাকিবুল হাসান জুনিয়র, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, আবু হায়দার রনি, ইবাদত হোসেন চৌধুরি ও আল আমিন হোসেন।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট