![Banglades Team Practice](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Banglades-Team-Practice-e1739209492863.jpg.webp)
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রতিটি দল নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের আগে ওয়ানডে ক্রিকেট খেলতে পারলেই আদর্শ প্রস্তুতি সম্পন্ন হবে। ভারত তাদের ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ খেলছে। যা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বড় সহায়তা করবে। এছাড়া পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ খেলছে।
অন্যান্য দলগুলো ওয়ানডে ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করলেও টি-টোয়েন্টি মেজাজ থেকে ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে মানিয়ে নিতে ব্যস্ত বাংলাদেশ। গেল বছরের ডিসেম্বরে ক্যারিবিয়ান সফরে সবশেষ ওয়ানডে ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। একই সফর শেষ হয়েছিল টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এরপর বিপিএল নিয়েই ব্যস্ত হয়ে পড়েন জাতীয় দলের ক্রিকেটাররা।
বিপিএলের সুবাদে গত দুই মাস ধরেই ওয়ানডে ক্রিকেটের বাইরে বাংলাদেশ দল। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও খুব বেশিদিন প্রস্তুতির সুযোগ পাচ্ছে না টাইগাররা। বিপিএল শেষ হলো গত শুক্রবার। পরদিন শনিবার থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, যা চলবে ১২ তারিখ পর্যন্ত। সময় কম থাকায় দ্রুত টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে টিম টাইগার্স।
আরও পড়ুন:
» টানা তিন জয়ে রিয়ালের ঘাড়ে নিশ্বাস ফেলছে বার্সেলোনা
» লিটনের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ
চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগারদের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স। তবে আশাহত হচ্ছে না এই ক্যারিবিয়ান। বিপিএলের কারণে ওয়ানডের প্রস্তুতি না হলেও ক্রিকেটারদের মানসিকভাবে ওয়ানডে ভাবনায় প্রস্তুত করতে কাজ করছেন সিমন্স ও কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে বিশ্বাস করেন এই ক্যারিবিয়ান কোচ।
আজ (সোমবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন সিমন্স। এ সময় দলের প্রস্তুতি নিয়ে সিমন্স বলেন, ‘হ্যাঁ আমি স্বীকার করছি আমাদের আদর্শ প্রস্তুতি হয়নি। তবে তারা মাঠে সাদা বলের ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিল। তাদের স্কিল নিয়েও কোনো সমস্যা নেই। আমাদের এখন মানসিকভাবে ওয়ানডে ক্রিকেটের জন্য প্রস্তুত হতে হবে। আগামী ৬-৭ দিনে আমাদের মনোযোগ থাকবে ওয়ানডে ক্রিকেট খেলার জন্য মানসিকতা তৈরি করা। আমরা সকাল-বিকাল দুই দফা অনুশীলন করছি, যাতে ওয়ানডের ভাবনা দ্রুত ফিরে আসে।’
এছাড়া এই টুর্নামেন্টের বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘ভালো করার বিশ্বাস না থাকলে আমি এখানে থাকতাম না। আপনি যেকোনো টুর্নামেন্টেই নিজের সেরা প্রস্তুতি নিয়ে সেরা ক্রিকেটটা খেলতে চাইবেন। আমিও প্রতিবার এটাই করতে চাই। ক্যারিবিয়ানে ওয়ানডে সিরিজ ভালো না হলেও টি-টোয়েন্টিতে ভালো করেছি আমরা। যদি সামর্থ্যের সবটা দিয়ে আমরা খেলতে পারি, তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে।’
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি একই মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/বিটি
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)