দেখতে দেখতে শেষের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আগামীকাল (১ মার্চ) ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে। এরই মধ্যে এবারের আসরের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে পাবে ২ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে ১ কোটি টাকা। গত আসরের থেকে এবারের আসরের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি।
এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবে ১০ লাখ টাকা। সর্বোচ্চ উইকেট শিকারি এবং সর্বোচ্চ রান সংগ্রাহক পাবে ৫ লাখ টাকা। ফাইনালের সেরা খেলোয়াড়ের জন্যও থাকছে ৫ লাখ টাকা।
এর আগে প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়েছে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। আগামীকাল শিরোপা জয়ের জমজমাট লড়াইয়ে মুখোমুখি হবে লিটন ও তামিমরা।
একনজরে বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকা:
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক: ৫ লাখ টাকা
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট: ১০ লাখ টাকা
রানার-আপ দল: ১ কোটি টাকা
চ্যাম্পিয়ন দল: ২ কোটি টাকা
আরও পড়ুন: সাকিবদের বিদায় করে স্ত্রীকে দেওয়া কথা রাখলেন তামিম
ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এমটি