Connect with us
ক্রিকেট

বিপিএল প্রাইজমানি বাড়ল, কে কত পাবে

BPL prize money increased
২০২৫ বিপিএলে প্রাইজমানি বেড়েছে। ছবি- সংগৃহীত

বিপিএলের প্রাইজমানি নিয়ে নানা সময়ে অনেকে সমালোচনা হয়েছে। বিশ্বের অন্যান্য ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর চেয়ে এর প্রাইজমানি তুলনামূলক কম। গত দুই আসরে প্রাইজমানিতে আসেনি কোনো পরিবর্তন। অবশেষে ২০২৫ বিপিএল দিয়ে প্রাইজমানিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

এবারের আসরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের প্রাইজমানি বেড়েছে। এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা, যা আগে ছিল ২ কোটি। আর রানার্সআপ দল পাবে ১ কোটি ৫০ লাখ টাকা, যা আগে ছিল ১ কোটি।

এছাড়া এবারের আসরে পুরস্কারের ক্যাটাগরির সংখ্যাও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এবারের বিপিএলে ২ কোটি ৩ লাখ টাকা প্রাইজমানি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

আরও পড়ুন:

» বিপিএলের ফাইনাল শুরুর সময়ে পরিবর্তন আনলো বিসিবি

» ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন কিংবদন্তি মার্সেলো

পুরস্কারের ক্যাটাগরিতে নতুন করে যুক্ত করা হয়েছে তৃতীয় ও চতুর্থ দল। এর ফলে প্লে-অফ নিশ্চিত করা সবগুলো দলই পুরস্কার পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বাদ পড়া অর্থাৎ টুর্নামেন্টের তৃতীয় হওয়া দল পাবে ৬০ লাখ টাকা এবং এলিমিনেটর থেকে বাদ পড়া বা চতুর্থ হওয়া দল পাবে ৪০ লাখ টাকা।

এছাড়া পুরস্কারের ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে উদীয়মান ক্রিকেটার। আসরের সেরা তরুণ ক্রিকেটার পাবেন ৩ লাখ টাকা।

তবে আগে থেকেই পুরস্কারের ক্যাটাগরিতে থাকা টুর্নামেন্ট সেরা, ফাইনালসেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট সংগ্রাহক ও সেরা ফিল্ডারের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আসরের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা। ফাইনালসেরা ৫ লাখ টাকা এবং সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও সমান ৫ লাখ টাকা করে পাবেন। এছাড়া সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের হাইভোল্টেজ ফাইনালে চিটাগাং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট