Connect with us
ক্রিকেট

বিপিএলে দেখা গেল ২০২৩ বিশ্বকাপের ‘টাইমড আউট’ স্মৃতি

BPL sees 'timed out' memories of 2023 World Cup
প্রথমে আম্পায়ার আউট দিলে পরে মিরাজের ডাকে ফিরে আসেন টম কর্নেল। ছবি- সংগৃহীত

বিপিএল-২০২৫ এর দ্বিতীয় দিনের খেলায় প্রথম ম্যাচে লড়েছে খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংস। যেখানে কিছু সময়ের জন্য ফিরে এসেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের স্মৃতি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের মতোই আজকের ম্যাচে ঘটতে চলেছিল টাইমড আউটের মতো ঘটনা। তবে শেষ পর্যন্ত খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজের মহানুভবতায় পুনরাবৃত্তি ঘটেনি টাইমড আউটের।

দিনের প্রথম ম্যাচে লড়তে নেমে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৪ রান খুলনা টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয় নি চিটাগাং কিংসের। দলীয় ১৮ রান এবং প্রথম ওভারের পঞ্চম বলে আউট হন ওপেনার নাঈম ইসলাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহাম্মদ মিঠুনের দল।

চিটাগাং কিংসের এমন ভগ্ন দশার মাঝেই ইনিংসের সপ্তম ওভারে হাতে বল তুলে নেন পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজ। ওভারের প্রথম বলেই স্বদেশী হায়দার আলিকে সাজঘরে ফেরান তিনি। এরপরেই মূলত ঘটে টাইমড আউটের সেই ঘটনা। হায়দার আলি আউট হলে ব্যাটিংয়ে নামার কথা চিটাগাং কিংসের বিদেশি ব্যাটার টম কর্নেলের।

আরও পড়ুন:

» শরফুদ্দৌলা সৈকত : খেলোয়াড় থেকে আম্পায়ার

» ম্যানইউ ছাড়ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ক্যাসেমিরো

তবে ব্যাটিংয়ে নামার আগেই নির্ধারিত সময়সীমা ছাড়িয়ে যায়। একপর্যায়ে খুলনার অধিনায়ক মিরাজ টাইমড আউটের জন্য আম্পায়ার তানভীর আহমেদের কাছে আবেদন জানায়। আম্পায়ারও মিরাজের আবেদনে সাড়া দিয়ে আউট ঘোষণা করলে মাঠ ছাড়তে শুরু করেন কর্নেল।

পরক্ষণেই স্পিরিট অব ক্রিকেটের নজির দেখিয়ে মাঠ ছাড়তে থাকা কর্নেলকে নিজেই ব্যাটিংয়ে ফিরিয়ে আনেন খুলনার অধিনায়ক। এতে করে ব্যাটার কর্নেলসহ খুশি হয়েছেন চিটাগাং কিংসের মালিক সামির চৌধুরীও। মাঠের বাইরে থাকা সামির চৌধুরীকে দেখা যায় প্রশান্তির নিশ্বাস নিতে। এদিকে পুনরায় ব্যাটিংয়ে ফিরতে পেরে খুশি হয়ে মিরাজকে ‘থাম্বস আপ’ দেখান কর্নেল নিজেই।

টাইমড আউট থেকে বাঁচতে পারলেও ব্যাটিংয়ে সেই সুযোগ কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হন চট্টগ্রামের এই ব্যাটার। নওয়াজের ওই ওভারেই নিজের খেলা প্রথম বলে শট কাভারে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন তিনি।

টাইমড আউট ক্রিকেটের অন্যতম একটা অংশ হলেও অধিকাংশ সময়েই এই আউটের ব্যবহার তেমন দেখা যায়নি। তবে বর্তমান প্রজন্মের ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থক সকলকে টাইমড আউটের সঙ্গে পরিচিত করেছেন বাংলার ক্রিকেট নবাব সাকিব আল হাসান। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করেন সাকিব। যা এখনও বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে উঠে আসে। এরপর থেকেই মূলত ক্রিকেটে টাইমড আউটের পরিচিতি বেড়েছে। আর ক্রিকেটে প্রথম টাইমড আউট হওয়া ক্রিকেটার ম্যাথিউজ।

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট