Connect with us
ক্রিকেট

বিপিএল : ঢাকা ছেড়ে নতুন ঠিকানায় শরিফুল

Shoriful Islam
শরিফুল ইসলাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরকে সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। তার আগে সরাসরি চুক্তিতে খেলোয়াড়দের দলে ভিড়িয়ে নিজেদের শক্তি-সামর্থ্য বাড়িয়ে নিচ্ছে দলগুলো।

এক দশক পর বিপিএলে পুরোনো ফ্রাঞ্চাইজির অধীনে ফিরেছে চিটাগাং। পূর্বে চিটাগাং ভাইকিংস নামে খেলবে এবারের আসরে চিটাগাং কিংস নামে খেলবে বন্দরনগরীর দলটি। অনেক বছর পর বিপিএলে ফিরে নতুন উদ্যমে শুরু করতে যাচ্ছে তারা।

ইতোমধ্যে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী ও শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে দলে ভিড়িয়েছে চিটাগাং। এবার বাংলাদেশের তারকা পেসার শরিফুল ইসলামকেও সরাসরি চুক্তিতে কিনে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

আরও পড়ুন:

» টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল

» টেস্টে আরও একবার ইংল্যান্ডের রাজত্ব দেখলো ক্রিকেট বিশ্ব 

শরিফুলকে দলে ভেড়ানোর বিষয়টি আজ (বৃহস্পতিবার) নিশ্চিত করেছে চিটাগাং কিংস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় কিংস জানায়, ‘দেশি খেলোয়াড়দের জন্য অপেক্ষা শেষ। শরিফুল ইসলামকে নিয়ে আরো শক্তিশালী কিংসরা।’

বিপিএলের গত আসরে দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছিলেন শরিফুল। ফ্রাঞ্চাইজিটির হয়ে ১২ ইনিংসে এক হ্যাটট্রিকসহ ২২টি উইকেট শিকার করেছিলেন এই তারকা পেসার।

এছাড়া পাকিস্তানের হায়দার আলি ও উসমান খানকেও দলে ভিড়িয়েছে চিটাগাং। গুঞ্জন রয়েছে, বাংলাদেশের লিটন কুমার দাসের সঙ্গেও কথাবার্তা চালিয়ে যাচ্ছে ফ্রাঞ্চাইজিটি।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট