এবারের বিপিএলে থাকছে অনেক নতুনত্ব, বলা হয়েছিল আগেই। হেই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম সং। গতকাল রাতে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত হয় টুর্নামেন্টের এই থিম সং। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন এই গানে ইনপুট রয়েছে প্রধান উপদেষ্টারও।
‘আবার এলো বিপিএল’ শিরোনামে প্রকাশিত টুর্নামেন্টের এই থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র্যাপার হান্নান হোসাইন শিমুল। ফেসবুক পেইজে প্রকাশের আগে গতকাল এক জমকালো আয়োজনে টুর্নামেন্টের একাদশ আসরের গ্রাফিতি এবং থিম সং প্রকাশ করেছে বিসিবি।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই কনসেপ্ট নিয়ে তৈরি বিপিএলের থিম সং। আগে থেকেই শোনা গিয়েছিল এবারের বিপিএল আয়োজনের সঙ্গে জড়িয়ে আছেন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস। গতকাল সেই অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন এবারের থিম সংয়ে নিজে কিছু লাইন লিখে দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বিপিএলের সঙ্গে প্রধান উপদেষ্টার যুক্ত থাকার বিষয়টি উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম; (প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন।’
আরও পড়ুন:
» ১৫ বছরের অপেক্ষা ঘুচল, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের আনন্দময় ভোর
» যুব এশিয়া কাপের ম্যাচসহ আজকের খেলা (৪ ডিসেম্বর ২৪)
তিনি জানান থিম সংয়ে প্রধান উপদেষ্টার যুক্ত হওয়ার বিষয়ে, ‘আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সাথে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক যুক্ত ছিলেন এখানে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য।’
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন একাদশ আসর। জানা গেছে এবারের টুর্নামেন্ট আয়োজন হবে বেশ জাঁকজমক ভাবেই। বিপিএলের তিন ভেন্যুতেই রয়েছে আলাদা আলাদা কনসার্ট। বিশ্বব্যাপী এই টুর্নামেন্ট ছড়িয়ে দিতে বিসিবির পাশাপাশি সরকারের তরফ থেকেও নানা সাহায্য সহযোগিতা করা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৪/এফএএস