Connect with us
ক্রিকেট

জানা গেল বিপিএলের টিকিটের মূল্য, কেনা যাবে যেভাবে

Bpl 2025
বিপিএল ২০২৫। ছবি- সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের– একাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগের দিনও নিশ্চিত হওয়া যাচ্ছিল না কিভাবে কাটা যাবে ম্যাচের টিকিট। আজ ভোর থেকেই শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ভিড় জমাতে থাকে দর্শকরা। অবশেষে এক বিবৃতিতে টিকিটের মূল্য প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড– বিসিবি।

এক বিবৃতিতে বিপিএলের টিকিট সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। আজ বিকেল ৪টা থেকে শুরু হবে সরাসরি টিকিট বিক্রি। যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই পাওয়া যাবে ম্যাচের টিকিট। এছাড়া আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাওয়া যাবে সরাসরি টিকিট। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন থেকে কেনা যাবে বিপিএলের টিকিট।

টিকিট সংগ্রহ করা যাবে মধুমতি ব্যাংকের ভিন্ন সাতটি শাখা থেকে। বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাবে ম্যাচের টিকিট। যেখানে গ্র্যান্ড স্ট্যান্ডের সর্বোচ্চ ২০০০ টাকার টিকিট থেকে শুরু করে পাওয়া যাবে সর্বনিম্ন ২০০ টাকার ইস্টার্ন গ্যালারির টিকিট। নর্দান ও সাউদার্ন গ্যালারির প্রতিটি টিকিটের জন্য খরচ করতে হবে ৩০০ টাকা। ক্লাব হাউস নর্থ বা শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা।

আরও পড়ুন:

» বিপিএলে অনিশ্চিত সাকিব এবার দল পেলেন লিজেন্ডস লিগে

» বুমরাহর বিশ্ব রেকর্ডে ঘুরে দাঁড়াল ভারত

গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার এবং আপার উভয়ের জন্য ২০০০ টাকা খরচ করতে হবে জনপ্রতি। এছাড়া মিডিয়া ব্লক ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ স্ট্যান্ডে টিকিটের মূল্য ১০০০ টাকা। আর কর্পোরেট ব্লক ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৮০০ টাকা। এছাড়া কর্পোরেট ব্লক ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ স্ট্যান্ডের জন প্রতি টিকিটের মূল্য ১০০০ টাকা। আর ৫০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউস সাউথ এবং নর্থ স্ট্যান্ডের টিকিট।

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে

১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য 

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা
২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা
৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা
৪.  ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা
৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা
৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা
৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা
৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা
৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা
১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা
১১. ক্লাব হাউস সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট