বিপিএলের দশম আসরে সকল সমালোচনা দূরে রাখতে আগেভাগেই তোরজোর শুরু করে দিয়েছিল বিসিবি। ভালো মানের প্রোডাকশনের পাশাপাশি আশার কথা শুনিয়েছিল মানসম্মত উইকেট নিয়ে। বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে উইকেট প্রস্তুতের কথা শোনা গেলেও বিপিএলে দেখা যাচ্ছে তার ভিন্ন চিত্র।
গেল আসরে উইকেট নিয়ে সমালোচনা থাকলেও দেখা গিয়েছিল বেশকিছু রান বন্যার ম্যাচ। তবে চলতি আসরে খেলা বিশ ম্যাচের কোনটিতেই দেখা যায়নি ২০০ রানের কোনো দলীয় ইনিংস। উল্টো বেশিরভাগ ম্যাচ ছিল লো স্কোরিং। এবার বিপিএলের উইকেট নিয়ে সরাসরি মুখ খুললেন সাকিব আল হাসান।
গতকাল (৩ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পর রাইডার্সদের হয়ে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। যেখানে বিপিএলে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘এটা নিয়ে আলোচনা না করাই ভালো। সবাই যখন জাতীয় দলের হয়ে খেলবে, সবাই যার যার জায়গাতেই আছে।’
তবে এরপর সাকিব চলতি আসরের উইকেট এবং কন্ডিশন নিয়ে কিছুটা আক্ষেপের কোথাও জানান, ‘বিপিএল একটা কঠিন টুর্নামেন্ট। এবারের পিচগুলোও খুব আদর্শ না। গতবার পিচ ও কন্ডিশন দুটোই ভালো ছিল এবং অনেক রান হচ্ছিল। যেটা আসলে এবার হচ্ছে না।’
এদিকে চোখের সমস্যার পর থেকে ব্যাটিংয়ে নিজের পুরনো ছন্দে নেই সাকিব। কবে নাগাদ পুরনো ফর্মে ফিরতে পারবেন এমন প্রশ্নে, ‘এটা আসলে বলা কঠিন। যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ করছি না, ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না। এটা খুব স্বাভাবিক।’
উল্লেখ্য, বিপিএলের দশম আসরে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ রান ১৯৩। চলতি আসরে খেলা ২০ ম্যাচের কেবল ৫ টিতে দেখা গিয়েছে ১৮০’র বেশি রান। এদিকে তিন ইনিংসে দলীয় সংগ্রহ থেমেছিল ১০০ নিচে। গোটা আসরে ম্যাচ প্রতি গড় রান ছিল ১৪০-১৫০ এর আশেপাশে।
আরও পড়ুন: জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েননি সাকিব
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৪/এফএএস