গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সকল অঙ্গনে পরিবর্তনের হাওয়া লেগেছে। আর এই পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও।
সরকার পতনের পর প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই টুর্নামেন্টকে আগের তুলনায় আরো জমজমাট করে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। যার ফলাফল পাওয়া গেছে ইতোমধ্যেই।
আগের বিপিএল থেকে এবারের বিপিএলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। টুর্নামেন্টকে জাকজমকপূর্ণ করতে উদ্বোধনী অনুষ্ঠান– যা হবে তিন ভেন্যুতেই, থিম সং ও মাস্কটসহ বেশ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষ কয়েকটি আসরে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া মাঠেও দেখা মিলবে আধুনিক প্রযুক্তির, টিকিট কাটা যাবে অনলাইনে এবং পিচগুলোও ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছে বিসিবি। সবমিলিয়ে দারুণ এক টুর্নামেন্ট দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট ভক্তরা।
আরও পড়ুন:
» ছুটছেন সালাহ, থামানোর কেউ নেই- পারবে কি লিভারপুল?
» ‘শূন্য’ রানে আউটের লজ্জার রেকর্ডে ভারত-পাকিস্তানের দুই ব্যাটার
আর এক সপ্তাহ পর বিপিএলের ১১তম আসরের পর্দা উঠবে। তবে তার আগেই শুরু হয়ে গেছে বিপিএলের আমেজ। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় বিপিএল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাব তিনি।
নতুন বাংলাদেশে নতুন বিপিএলের প্রত্যাশার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। যার অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তাই বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ বেশ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলা উপভোগ্য করার জন্যও বিসিবি অনেক কাজ করেছে।’
এই আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানান আসিফ মাহমুদ। একইসঙ্গে নতুন বাংলাদেশে নতুন বিপিএলের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আজকের এই আয়োজনকে সফল করার জন্য এবং একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই উদ্যোগের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টাও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি নতুন বাংলাদেশে নতুন বিপিএল সবার নিকট উপভোগ্য হবে।’
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৪/বিটি