Connect with us
ক্রিকেট

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সোমবার: থাকছে যে আয়োজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি: সংগৃহীত

আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারো তম আসরের প্লেয়ার্স ড্রাফট। সকাল ১১ টায় রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে এবারের আসরের নিলামের কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) ইতোমধ্যেই খেলোয়াড়দের মূল্য ও ক্যাটাগরি প্রকাশ করেছে। দেশি খেলোয়াড়দের ৬ ক্যাটাগরিতে বিভক্ত করেছে বিসিবি। ‘এ’ শ্রেণির দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা ধরা হয়েছে। ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

এবারের আসরে ‘এ’ শ্রেণিতে থাকা খেলোয়াড়দের ১০টাকা মূল্য কমিয়ে দেওয়া হয়েছ। ‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

আরও পড়ুনঃ বাংলাদেশের পরবর্তী মিশন চলতি মাসের দক্ষিণ আফ্রিকা সিরিজ

এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম উঠেছে। এর মধ্যে ‘এ’ খেলোয়াড়দের জন্য বরাদ্দ করা হয়েছে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী প্রায় সাড়ে ৮৩ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার।

এছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে বি’ ক্যাটাগরিতে আছেন ৩৮ জন, ৬৬ জন ‘সি’ ক্যাটাগরিতে, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন,এবং ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন আছেন।

এবারের আসরের নতুন করে যুক্ত হয়েছে ৩ টা ফ্রাঞ্চাইজি। ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী এবং চট্রগ্রাম কিংস। যদিও চট্রগ্রাম কিংস বিপিএলের দ্বিতীয় আসরে অংশগ্রহণ করেছিল। এবার আবার নতুন করে নাম লিখিয়েছে এই ফ্রাঞ্চাইজিটি। বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না এই আসরে।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট