দ্বিতীয়বারের মতো নিলামে উঠতে যাচ্ছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ। এবারের নিলামে কিংবদন্তি ক্রিকেটারের এই ক্যাপের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। যা বাংলাদেশি টাকায় ৩ কোটি ৩ লক্ষ টাকা
আগামীকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে এই নিলাম। যেখানে এই নিলাম পরিচালনা করবেন বনহ্যামস নামে এক সংস্থা।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার তাঁদের টেস্ট সিরিজের সময় বরাবরই ব্যাগি গ্রিন কালারের ক্যাপ পরিধান করে থাকেন। যা তাদের দেশের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। এছাড়াও এই ক্যাপ অজিদের ক্রিকেটের মর্যাদাকে প্রতিফলিত করে থাকে।
এবার সেই মর্যাদার প্রতিফলন স্বরূপ নিলামে উঠতে যাচ্ছে স্যার ডন ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ। নিলামে উঠতে যাওয়া উলের তৈরি ক্যাপটি পরে ব্র্যাডম্যান খেলেছিলেন ১৯৪৭-১৯৪৮ সালের দিকে। সেইবার ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় এই ক্যাপটি পরে খেলেছিলেন তিনি।
আরও পড়ুন:
» টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বিসিবি
» অল্প বয়সেই না ফেরার দেশে স্বর্ণজয়ী সাদিয়া
ব্র্যাডম্যানের এই কীর্তিগড়া ক্যাপটির বিবরণ দিতে গিয়ে বনহ্যামস সংস্থা জানিয়েছে যে, ‘এই ক্যাপটি পরেই ভারতের বিপক্ষে ১৯৪৭-১৯৪৮ সালের সেই সিরিজে ১৭৮.৭৫ স্ট্রাইক রেটে ব্যাট করে ৭১৫ রান করেন ব্র্যাডম্যান। সেই সিরিজে ৩ সেঞ্চুরির পাশাপাশি ১টি ডাবল সেঞ্চুরিও করেন কিংবদন্তি এই ক্রিকেটার।
যদিও এই ক্যাপটির আগেও স্যার ডন ব্র্যাডমানের আরও একটি ক্যাপ নিলামে উঠেছিল। যেটা ছিল ব্র্যাডম্যানের ১৯২৮ সালের টেস্টে অভিষেক ম্যাচের ক্যাপ। ২০২০ সালের নিলামে ওঠা স্যার ডন ব্র্যাডম্যানের সেই অভিষেক ক্যাপটি বিক্রি হয়েছিল ২ লক্ষ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে।
এছাড়া ওই বছরে নিলামে উঠেছিল আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপও। যদিও শেন ওয়ার্নের ক্যাপটির দাম সেইবার ব্র্যাডম্যানের ক্যাপটির দামকে পেছনে ফেলে বিক্রি হয়েছিল ৬ লক্ষ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে। মূলত ২০২০ সালের বন্যপ্রাণী সংকট কাটাতে তহবিল সংগ্রহের জন্য শেন ওয়ার্ন নিজেই এই উদ্যোগ নেন।
এদিকে উইজডনের তালিকায় ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে সবার উপরে নাম আছে স্যার ডন ব্র্যাডম্যানের। তিনি নিজের টেস্ট ক্রিকেট শেষ করেছেন ৯৯.৯৪ গড়ে। যা এখনও পর্যন্ত সর্বকালের সেরা হিসেবে বিবেচিত হয় আসছে।
প্রসঙ্গত, স্যার ডন ব্র্যাডম্যান ২০০১ সালে ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। অন্যদিকে আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন ২০২২ সালে মাত্র ৫২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/এসআর/বিটি