সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবলে। গেল কাতার বিশ্বকাপের পর নিজেদের খেলা আট ম্যাচের চারটিতেই হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের খেলা পঞ্চম ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে পরাজয় বরণ করে সেলেসাওরা।
ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও লুইস দিয়াজের নৈপূণ্যে হতাশাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। শুক্রবার (১৭ নভেম্বর) এস্তাদিও মেট্রোপলিটান রবার্তো মেলেন্দেজে ঘরের মাঠে সফরকারীদের ২-১ গোলে পরাজিত করে কলম্বিয়া। স্বাগতিকদের হয়ে ২টি গোলই করেন লুইস দিয়াজ।
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে গোল করে দুর্দান্ত শুরু করে ব্রাজিল। বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন মার্টিনেলি। প্রথমার্ধে আর কেউ গোল করতে না পারলে ১-০ স্কোরে বিরতিতে যায় দুদল।
ম্যাচে সমতায় ফেরার চেষ্টা করতে থাকে কলম্বিয়া। স্বাগতিকদের একের পর এক শট ফিরিয়ে দেয় ব্রাজিলিয়ান গোলকিপার। অবশেষে ৭৫ মিনিটে রদ্রিগেজের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে সমতায় ফেরান লুইস দিয়াজ। ঠিক চার মিনিট বাদে ম্যাচের ৭৯ মিনিটে ফের হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই লেফট উইঙ্গার। এই গোলেও দিয়াজকে সহায়তা করেন রদ্রিগেজ।
এতে করে বিশ্বকাপ লাতিন আমেরিকার বাছাইপর্বে পয়েন্ট তালিকায় পাঁচ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে কলম্বিয়া এবং ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
আরও পড়ুন: ৩৬০ দিন পর হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৩/এসএফ/এজে