লাতিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের আলোচনা উঠলেই সবার প্রথমে যে বিষয়টি উঠে আসবে তা হলো ফুটবল। ফুটবলের মাধ্যমেই বিশ্বব্যাপী বেশ পরিচিত এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবে ফুটবলের পর এবার ক্রিকেটেও দেখা যাবে এই দুই দলের দ্বৈরথ।
আগামীকাল (৬ ডিসেম্বর) থেকে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্ব। যেখানে আর্জেন্টিনা-ব্রাজিলসহ মোট ৯টি দল অংশগ্রহণ করবে। সেখান থেকে শীর্ষ তিন দল পরের রাউন্ডে উন্নীত হবে।
আগামীকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ বারমুডা। একই দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ বাহামাস।
আরও পড়ুন:
» সেমিতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে কারা এগিয়ে?
» অস্ট্রেলিয়ার হয়ে খেলা ক্রিকেটার ইতালির অধিনায়ক হলেন
এরপর ১৬ ডিসেম্বর মাঠে গড়াবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। যেখানে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এর আগে, ২০১৯ সালে সাউথ আমেরিকান ম্যানস চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। সে ম্যাচে ব্রাজিলকে ২৯ রানে হারিয়েছিল আকশী-নীলরা। এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আবারও দেখা যাবে এই দুইয়ের দ্বৈরথ।
উল্লেখ্য, ব্রাজিল-আর্জেন্টিনা বেশ আগে থেকেই ক্রিকেট খেলে আসলেও সেখানে এই খেলাটির খুব বেশি জনপ্রিয়তা তৈরি হয়নি। অনেক আগে থেকেই আইসিসির মেম্বার হওয়া সত্ত্বেও ২০১৮ সালের আগে তারা আইসিসির কোনো আন্তর্জাতিক ফরম্যাটে খেলার মর্যাদা পায়নি। তবে ২০১৮ সালে আইসিসি তাদের সকল মেম্বারদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেয়। যার ফলে ব্রাজিল এবং আর্জেন্টিনাও টি-টোয়েন্টি মর্যাদা পায়।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৪/বিটি