Connect with us
ফুটবল

ভোরে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ, শিরোপা উঠবে কার হাতে?

Brazil vs Argentina
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভোরে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ

আর এক ম্যাচ পরই নিষ্পত্তি হবে শিরোপার। কিন্তু উঠবে কার হাতে? সমানতালে এগিয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এমনকি নিজেদের মুখোমুখি ম্যাচেও কেউ কাউকে হারাতে পারেনি। তবে আজ ভোরে আসতে পারে সেই রেজাল্ট।

ভেনেজুয়েলায় চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের আর একটি করে ম্যাচ বাকি। এর আগে ৪টি করে ম্যাচ খেলেছে ছটি দলের সবাই। ৩টি করে জয়ে ও এক ড্রয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দুটি স্থানে আছে মেসি ও নেইমারের দেশের উত্তরসূরীরা।

গোল ব্যবধানে শীর্ষে থাকা ব্রাজিলের শেষ ম্যাচ চিলির বিরুদ্ধে। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। টুর্নামেন্টের এই দুই ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে কার হাতে উঠতে যাচ্ছে এবারের শিরোপা। ভোর সাড়ে তিনটায় শুরু ব্রাজিলের ম্যাচ। আর আর্জেন্টিনার খেলা শুরু সাড়ে ছয়টায়।


আরও পড়ুন:

» গোলরক্ষক হয়েও গোল করানোর বিশ্বরেকর্ড গড়লেন এডারসন

» পেনাল্টিতে সবার উপরে রোনালদো, কোথায় আছেন মেসি-নেইমার?


ব্রাজিল-চিলি কিংবা আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ দুটি যদি ড্র হয় কিংবা আর্জেন্টিনা হেরে যায় তবে শিরোপা ব্রাজিল জিতবে। আর যদি চিলি ব্রাজিলকে হারিয়ে দেয়, তবে শিরোপা উঠবে আর্জেন্টিনার ঘরে।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে পরাজিত হয়েছিল ব্রাজিল। পরে ব্রাজিল সবগুলো জিতলেও ড্র করতে হয়েছিল আর্জেন্টিনার। আর ফাইনাল রাউন্ডে অবশ্য কোনো হার দেখেনি দুদল।

তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে খাতা কলমে এগিয়ে জুনিয়র সেলেসাওরা। আর্জেন্টিনা প্রতিপক্ষের জালে সর্বোচ্চ ৮ গোল দিলেও হজম করেছে ৫ গোল। অপরদিকে ব্রাজিল ৬ গোল দিয়ে হজম করেছে মাত্র ২ গোল। ডিফেন্স বেশ শক্তই করেছে কাফুদের উত্তরসূরীরা।

এই টুর্নামেন্টের সেরা চার দল খেলবে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ২০২৫ এর আসরে। সেখানে ব্রাজিল-আর্জেন্টিনার সাথে অংশগ্রহণ নিশ্চিত করেছে কলম্বিয়া ও প্যারাগুয়ে। আর স্বাগতিক হিসেবে আছে চিলি। আগামী সেপ্টেম্বরে শুরু হবে ২৪তম এই আসর।

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল