Connect with us
ফুটবল

একই রাতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা

Brazil-Argentina
বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

কনমেবল অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচে জয় পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা কোনো দলই। আর্জেন্টিনা ড্র করে ১ পয়েন্ট পেলেও হেরেছে ব্রাজিল। আজ (৮ ফেব্রুয়ারি) রাতে বাঁচা-মরার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ভোরে আরেকটি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। 

ভেনেজুয়েলার এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচটি শুরু হবে রাত ২টায়। একই স্টেডিয়ামে ভোর ৫টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ভেনেজুয়েলা।

কনমেবল অলিম্পিক বাছাই হচ্ছে দুটি পর্বে যেখানে পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে ১০টি দল অংশ নিয়েছে। দুটি গ্রুপের সেরা ৪ দল সুযোগ পেয়েছে মূল পর্বে। মূল পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়ে তিনটি ম্যাচ খেলবে এবং সেরা দুই দল প্যারিস অলিম্পিকে জায়গা করে নিবে।

চূড়ান্ত পর্বে এখন পর্যন্ত ১টি করে ম্যাচ খেলেছে দলগুলো। ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে প্যারাগুয়ে। ১ পয়েন্ট নিয়ে দুইয়ে ভেনেজুয়েলা এবং তিনে আর্জেন্টিনা। আর টেবিলের নিম্নে থাকা ব্রাজিল প্রথম ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি।

এর আগে প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে হোচট খেলেও এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে মেসি-নেইমারদের উত্তরসূরিদের।

আরও পড়ুন: আর্জেন্টিনাকে উড়িয়ে গ্রুপসেরা হয়েই সেমিতে ব্রাজিল (ভিডিও) 

ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল