পুরুষদের ফুটবলে দুই পরাশক্তি হলেও নারী ফুটবলে সেভাবে নিজেদের দাপট দেখাতে পারছে না ব্রাজিল-আর্জেন্টিনা। বারবার ফিরে যাচ্ছে খালি হাতে। এবারের আসরেও কোনো চমক দিতে পারলো না। নবম আসরেও পুরোনো চেহারায় মাথা নিচু করে ফিরলো বাড়ি ব্রাজিল।
আজ বুধবার (২ আগস্ট) গ্রুপপর্বে শেষ ম্যাচে ব্রাজিল জ্যামাইকার সাথে গোলশূন্য ড্র করেছে ।ম্যাচে বাড়তি নজর ছিল কিংবদন্তি মার্তার দিকে। ৩৭ বছরের এই তারকা স্ট্রাইকার বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল স্কোরার। এখন পর্যন্ত তার গোল ১৭টি। কিন্তু সাফল্য পাননি আজ।
এফ গ্রুপ থেকে তিন ম্যাচ শেষে ব্রাজিল একটি জয়, একটি হার ও একটি ড্রয়ে মোট ৪টি পয়েন্ট পেয়েছে। দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। জ্যামাইকার দুটি ড্র এবং একটি জয়ে ৫টি পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে। ব্রাজিলের সঙ্গে বিদায়ের টিকিট কেটেছে পানামাও।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে চলমান এবারের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকও এসেছে ব্রাজিল তারকার পা থেকে।নামার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলের অ্যারি বোর্জেস।
এদিকে গ্রুপ ‘জি’তে থাকা আর্জেন্টিনা তিন ম্যাচে দুটি হার ও এক ড্রতে ১টি পয়েন্ট তুলতে পেরেছে। আজ সুইডেনের বিরুদ্ধে ০-২ গোলে হেরেছে লা আলবাসিলেস্তারা। এর আগে প্রথম ম্যাচে ইতালির কাছে ১-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল।
আরও পড়ুন: হেড দিয়ে গোল করে বিশ্বরেকর্ড রোনালদোর
ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৩/এজে