আগামী ২১ জুন থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। এর আগে নিজেদের শেষ প্রস্তুতি সম্পন্ন করতে দুইটি করে প্রস্তুতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ হলো এল সালভাদর ও কোস্টারিকা। আর নেইমারবিহীন ব্রাজিল খেলবে ইংল্যান্ড এবং স্পেন এর বিপক্ষে।
এর আগে আর্জেন্টিনার চীন সফরে গিয়ে প্রস্তুতিপর্ব সারবার কথা থাকলেও হংকং একাদশের বিপক্ষে মায়ামির হয়ে মেসি মাঠে নামেননি। এর ফলে বিষয়টি নিয়ে জল ঘোলা হওয়ায় আলবিসেলেস্তেদের চীন সফরটি বাতিল করতে হয়। এর পরিবর্তে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। গতকাল এই সফরের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন কোচ স্কোয়াডে বিশ্বকাপজয়ী দলের অধিকাংশ সদস্যদের সাথে কয়েকজন তরুণ ফুটবলারকেও সুযোগ দিয়েছেন। অধিনায়ক হিসেবে আছেন সবশেষ ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন জাদুকর লিও মেসি। এছাড়াও তরুণদের মধ্যে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেজান্দ্রো গারনাচো এবং অনূর্ধ্ব-২০ দলের ভ্যালেন্টিন কার্বনি, ভ্যালেন্টিন বারকো ও ফাকুন্দু বুয়োনানোত্তে।
কাতার বিশ্বকাপজয়ী মেসিবাহিনীর এল সালভাদরের বিপক্ষে প্রথম ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আগামী ২২ মার্চ। কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে।
মেসিকে স্কোয়াডে রেখে স্কালোনি দল ঘোষণা করতে পারলেও ব্রাজিলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচ দরিভাল জুনিয়র তার দলে নেইমারকে রাখতে পারেননি। নিজ ক্লাব আল হিলালের হয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় সময় কাটছে নেইমারের। তাই ব্রাজিলের এই পোস্টার বয়কে বাদ রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করতে হয়েছে সেলেসাও কোচকে। তবে চোটে থাকা টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসন ঠিকই দলে ডাক পেয়েছেন।
এছাড়াও ব্রাজিলের ১৭ বছর বয়সী বিস্ময় বালক এন্ড্রিক ও পিএসজির লুকাস বেরালদোকে স্কোয়াডে রেখেছেন দরিভাল। এন্ড্রিক এর আগেও স্কোয়াডে ডাক পেলেও রক্ষণ সামলানো বেরালদো এই প্রথম সেলেসাওদের জাতীয় দলে ডাক পেলেন।
দরিভাল ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পান চলতি বছরের জানুয়ারিতে। অভিষেকের অপেক্ষায় থাকা এই ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ডের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামী ২৪ মার্চ। এদিন ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের দ্বিতীয় ম্যাচটি হবে ২৭ মার্চ স্পেনের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে।
ব্রাজিল দল
গোলরক্ষক: এদারসন, রাফায়েল, বেন্তো।
ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনোস, ইয়ান কৌতো, ওয়েন্ডেল, আইরটন লুকাস, বেরালদো, মুরিলো।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, লুকাস পাকেতা, জোয়াও গোমেজ, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস।
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রিচার্লিসন, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, এনদ্রিক, সাভিনিও।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনটেজ।
ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, গেরমান পেজেল্লা, নেহুয়ান পেরেজ, নিকলোসা তাগলিয়াফিকো, মার্কোস সেনসি, নাহুয়েল মলিনা, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, এজকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্দো বুয়োনানোত্তে, নিকোলাস গঞ্জালেস, ভ্যালেন্টিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ এবং পাওলো দিবালা।
আরও পড়ুন: মেসি সহজে ক্লান্ত হন না, বলছেন ইন্টার মায়ামির কোচ
ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/এমএস/এমটি