Connect with us
ফুটবল

আজ আবার মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, মোবাইলে দেখবেন যেভাবে

ফুটবলের দুই পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখতে মুখিয়ে থাকে ক্রীড়ামোদীরা। এই দুদলের ম্যাচ মানেই বিশ্বজোড়া বাড়তি উন্মাদনা। গত বুধবার বিশ্বকাপ বাছাইপর্বের সুপার ক্লাসিকো ম্যাচে তার প্রমাণ মিলেছে আরও একবার। এর রেশ কাটতে না কাটতে আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা।

তবে জাতীয় দল নয়, কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব ১৭ দল। সেমিফাইনালে ওঠার লড়াইটি হবে জাকার্তা স্টেডিয়ামে। ম্যাচটি বাংলাদেশ থেকে কোনো টেলিভিশনে সরাসরি দেখাবে না। এ জন্য চোখ রাখতে হবে ফিফার ওয়েবসাইটে। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে মেসি ও নেইমারদের উত্তরসূরীরা। ম্যাচটি সরাসরি দেখতে ক্লিক করুন এখানে

ইন্দোনেশিয়ায় চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করে ব্রাজিল। এরপরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। সুপার সিক্সটিনে ব্রাজিল ৩-১ গোলে হারায় ইকুয়েডরকে আর আর্জেন্টিনা ৫-০ গোলে হারায় ভেনেজুয়েলাকে।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে স্পেন ও জার্মানি। আগামীকাল বাকি কোয়ার্টারে লড়বে মালি ও মরক্কো। আরেক ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও উজবেকিস্তানের অনূর্ধ্ব-১৭ দল।

এর আগের গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি জয় পায় টিম ব্রাজিল। প্রথম ম্যাচে ইরানের কাছে হারলেও ক্যালেডোনিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে জাত চেনায় সেলেসাও যুবারা। অন্যদিকে তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে নক আউট পর্বে পা দেয় আর্জেন্টাইন যুবারা।

আরও পড়ুন: ফের মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, এবার নতুন মঞ্চ

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল