Connect with us
ফুটবল

ফেব্রুয়ারিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

Brazil U23 vs Argentina U23
আগামী ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

১৬ বছর পর আবারও আর্জেন্টিনার অলিম্পিক দলে দেখা যেতে পারে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়াকে। এর আগে ২০০৮ সালের অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে শিরোপা জিতেছিল মেসি-ডি মারিয়ারা। গুঞ্জন বলছে, আর্জেন্টিনার ফুটবল দল ২০২৪ অলিম্পিকে জায়গা পাকাপোক্ত করতে পারলে তবেই মেসি-ডি মারিয়া প্যারিসের যাত্রী হবেন।

প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করতে তার আগে আলবিসেলেস্তেদের বাছাইপর্বের বাঁধা টপকাতে হবে। আজ (শনিবার) ভোরে নিজেদের প্রাক বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয়ের উদ্দেশ্যে মাঠে নেমেছিল মেসির উত্তরসূরীরা। যদিও ড্রয়ের মাধ্যমে ম্যাচটি শেষ হয়েছে, এরপরও গ্রুপ লিডার হিসেবেই বাছাইপর্বে জায়গা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা।

অপর দিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আরও আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে৷ গ্রুপে খেলা ৪ ম্যাচের মধ্যে প্রথম তিনটিতে টানা জয় তুলে নেয় ব্রাজিল। অলিম্পিক বাছাইয়ের নিয়ম হলো – গ্রুপ ‘এ’ ও ‘বি’ থেকে শীর্ষ দু’টি করে মোট চার দল বাছাইপর্বের চূড়ান্ত পর্বে যাবে। সেখানে প্রতিটি দল প্রত্যেকের সাথে একটি করে ম্যাচ খেলার পর গ্রুপের শীর্ষে থাকা দুই দল ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে সুযোগ পাবে।

গ্রুপ ‘এ’ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করা দল দু’টি হলো ব্রাজিল ও ভেনেজুয়েলা। ‘বি’ গ্রুপ থেকে বাছাইয়ের চূড়ান্ত পর্বে পা রেখেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৫ ফেব্রুয়ারি যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। একই দিন ৫ ফেব্রুয়ারি ব্রাজিল খেলতে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। ৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ প্যারাগুয়ে। একই দিনে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। আর ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বছরের অন্যতম বহুল আকাঙ্ক্ষিত ম্যাচ। ভেনেজুয়েলার কারাকাসে এদিন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই পর্বে শীর্ষ দুইয়ে যে দু’টি দল থাকতে পারবে, তারাই প্যারিসের টিকিট পাবে।

অলিম্পিক বাছাইপর্ব সূচি (কনমেবল) 

তারিখ ম্যাচ ভেন্যু
৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা  এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনেজুয়েলা
৫ ফেব্রুয়ারি ব্রাজিল বনাম প্যারাগুয়ে  এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনেজুয়েলা
৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে  এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনেজুয়েলা
৮ ফেব্রুয়ারি ব্রাজিল বনাম ভেনেজুয়েলা  এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনেজুয়েলা
১১ ফেব্রুয়ারি ভেনেজুয়েলা বনাম প্যারাগুয়ে  এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনেজুয়েলা
১১ ফেব্রুয়ারি ব্রাজিল বনাম আর্জেন্টিনা  এস্তাদিও ব্রিদিগো ইরিয়ার্তে ভেনেজুয়েলা

আরও পড়ুন: প্যারিস অলিম্পিক: নতুন যুক্ত হলো যেসব খেলা 

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল