ফুটবল বিশ্বকাপে না পারলেও ফিফা ফুটসাল বিশ্বকাপে হেক্সা শিরোপা মিশন পূর্ণ করার পথে ব্রাজিল। আর মাত্র একটা জয় পেলেই ফুটসাল বিশ্বকাপের হেক্স মিশন পূরণ হবে দলটির। তবে সেই আশা পূরণ করতে গেলে হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনাকে। ফুটসাল বিশ্বকাপের ফাইনালে কাল রবিবার মুখোমুখি হবে এই দুই দল।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচটি। এই খেলাটি সরাসরি দেখাবে ফিফা প্লাস। ম্যাচটি সেখানে বিনামূল্যে দেখা যাবে।
১৯৮৯ সালে শুরু হওয়া ফুটসাল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। সেই হিসাবে অনেক এগিয়ে ব্রাজিল। কেননা আর্জেন্টিনার শিরোপা মাত্র একটি। অন্যদিকে মুখোমুখি লড়ায়েও পাঁচবারের সাক্ষাতে ৪বার জিতেছে ব্রাজিল আর আর্জেন্টিনা এক ম্যাচ জিতেছে।
আরও পড়ুন:
» কাল মাঠে নামছে বাংলাদেশ-ভারত, পরিসংখ্যান কি বলছে?
» ইংল্যান্ডের বিপক্ষে জেতা হলো না বাংলাদেশের
এবারের টুর্নামেন্টে গ্রুপ ‘সি’ থেকে ইউক্রেনের জালে ৭ গোল দিয়ে আসর শুরু আর্জেন্টাইনদের। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জয়। আর শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে ওঠে আলবাসিলেস্তারা।
পরে সুপার সিক্সটিনের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাদা-আকাশীরা। আর সুপার কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে ৬-১ গোলে হারিয়ে সেমিতে ওঠে লা আলবাসিলেস্তারা। সেমিফাইনালে ফ্রান্সকে বিদায় করে মেসির দেশের ফুটসালরা।
অন্যদিকে এবারের আসরে গ্রুপপর্বের তিন ম্যাচে ২৭ গোল দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে ব্রাজিল। শেষ ষোলোতে কোস্টারিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সাদা-হলুদের দল। আর শেষ আটের ম্যাচে মরক্কোকে হারিয়ে পৌঁছায় শেষ চারে। সেখানে ইউক্রেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে ১২ বছর পর ফাইনালে পা রাখে ব্রাজিল।
ক্রিফোস্পোর্টস/০৫অক্টোবর২৪/এজে