প্যারিস অলিম্পিকে খেলার যোগ্য অর্জনে চলছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল খেলুড়ে দল গুলোর বাছাই পর্ব। ভেনেজুয়েলায় অনুষ্ঠিত দুই পর্বের এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়া দশ দেশের মধ্যে সেরা চার দল নিয়ে শুরু হয়েছে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বের খেলা।
প্রাক-অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও খেলছে স্বাগতিক ভেনেজুয়েলা এবং পেরাগুয়ে। চূড়ান্ত পর্বে প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলবে তিনটি করে ম্যাচ। যেখানে নিজেদের খেলা প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা।
গেল সোমবার রাতে শেষ চারের প্রথম ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোল হজম করে প্যারাগুয়ের কাছে পরাজয় বরণ করেছিল ব্রাজিল। অপরদিকে গতকাল মঙ্গলবার ভোরে উত্তেজনকর ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে যোগ করার সময়ে পেনাল্টি থেকে গোল হজম করে ভেনেজুয়েলা সঙ্গে ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা।
এতে করে প্রতিটি দলের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে প্যারাগুয়ে। এদিকে ম্যাচ ড্র হওয়ায় গ্রুপ পর্বের অ্যাগ্রিগেটে এগিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা অপরদিকে আর্জেন্টিনা রয়েছে তিন নম্বরে। প্রথম ম্যাচ থেকে কোন পয়েন্ট অর্জন করতে না পারায় ব্রাজিল রয়েছে তালিকার তলানিতে।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এর আগে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলা দশ দলের লড়াইয়ে নিজেদের গ্রুপ থেকে শীর্ষ অবস্থান ধরে রেখেই চূড়ান্ত রাউন্ডে এসেছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। তবে শেষ চারের এই লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়ে প্যারিস অলিম্পিকে টিকিট পাওয়া কিছুটা কঠিন করে তুলেছে দল দুটি।
চূড়ান্ত পর্বে একে অপরের সঙ্গে তিনটি করে ম্যাচ খেলবে প্রতি দল। আগামী ৮ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। একই দিনে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। চূড়ান্ত পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি হবে ১১ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: ক্রিকেটের বাইরে থেকে উঠে আসল পাকিস্তানের নতুন বোর্ড সভাপতি
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৪/এফএএস