শিরোপা জয়ের মিশনে এগিয়ে গেল আর্জেন্টিনা ও ব্রাজিল। একই রাতে জয়ের দেখা পেল উভয় দল।ভেনেজুয়েলায় চলমান রয়েছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। যাকে বলা হয়ে থাকে যুব ফুটবলারদের কোপা আমেরিকা।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এরই মধ্যে এই দুই দল উঠে এসেছে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে। যেখানে গতকাল মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার যুব দল। আর ফাইনাল রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে আগে মাঠে নেমে জয় তুলে নিয়েছে লিওনেল মেসির উত্তরসূরীরা।
অপরদিকে ১০ জনের টিম নিয়ে বেশ কষ্টার্জিত জয়ই পেয়েছে ব্রাজিল। যেখানে অবশ্য গোটা ম্যাচে বল পজিশনে এগিয়েছিল প্রতিপক্ষ উরুগুয়ের যুবারাই। প্রথমার্ধেও গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। গোলশৃন্য ড্রয়ের পর অস্বস্তি আরও বাড়ে পরপর দুই হলুদ কার্ড দেখে এক ব্রাজিলিয়ান মাঠ ছাড়লে। তবে ম্যাচের ৭৪ মিনিটে পেদ্রোর দুর্দান্ত এক গোলে ডেডলক ভাঙে ব্রাজিল।
ম্যাচে ঘুরে দাঁড়াতে একের পর এক আক্রমণ চালায় উরুগুয়ে। তবে শেষ পর্যন্ত গোলের দেখা না পেলে হাফ ছেড়ে বাঁচে ব্রাজিল।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে ডাক, বিপিএল শেষে বিশ্রাম নেই ক্রিকেটারদের
» ৩ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে বড় দুঃসংবাদ
দিনের অপর ম্যাচে চিলি অনূর্ধ্ব ২০ দলের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। যেখানে আরও একবার নিজের জাত চিনিয়েছেন নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরি। এদিন গোলের দেখা না পেলেও তার তৈরি আক্রমণ থেকেই প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় আর্ধে এক গোল হজম করলেও জয় পেতে আর খুব একটা কষ্ট হয়নি তাদের।
চলমান টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাধা টপকে ফাইনাল রাউন্ডে উঠে এসেছে মোট ছয় দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পাঁচটি করে ম্যাচ খেলবে প্রতেকে। যেখানে নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করে শিরোপার দৌড়ে এগিয়ে থাকল আর্জেন্টিনা ও ব্রাজিল।
এর আগে গ্রুপ পর্বে একই দলে ছিল এই দুই দল। যেখানে ব্রাজিলকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত উভয় দলই উঠে এসেছে যুবাদের কোপা আমেরিকার এই ফাইনাল রাউন্ডে।
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি/এফএএস