Connect with us
ফুটবল

এ মাসেই মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা

argentina vs brazil
ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

চলতি মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইয়ের ম্যাচে আলাদা আলদা দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের ম্যাচে ২০ নভেম্বর ভোর ৬টায় পেরুর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। সর্বশেষ গেল মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের মাঠে বলিভিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তার আগের ম্যাচে অবশ্য ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সবশেষ ছয় বারের দেখায় ২ ম্যাচে জিতেছে আলবিসেলেস্তেরা এবং ১ টি ম্যাচ জিতেছে প্যারাগুয়ে। আর বাকি ৩ টি ম্যাচ ড্র হয়েছে। গেল বছরের অক্টোবরে সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল । সেই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে।

সব মিলিয়ে ১৪ ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এর মধ্যে ১০ ম্যাচে জয় পেয়েছেন মেসিরা। আর বাকি ৪ টি ম্যাচ ড্র হয়েছে।

অন্যদিকে আগামী ১৪ নভেম্বর রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর ভোর পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবেন সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল সবশেষ ম্যাচটি খেলেছিল গত মাসে পেরুর বিপক্ষে। সেই ম্যাচে পেরুর জালে গোল উৎসব করে ৪-০ গোলের ব্যবধানে জিতেছিল ব্রাজিল।

ভেনিজুয়েলার বিপক্ষে ১৪ বারের দেখায় ৯ টি ম্যাচেই জিতেছে ব্রাজিল। ১টি ম্যাচ জিতেছে ভেনেজুয়েলা এবং বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে। গত বছরের অক্টোবরে সর্বশেষ মাঠে নেমেছিল এ দুই দল। সেই ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছিল।

অন্যদিকে চলতি বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। টাইব্রেকারে সেই ম্যাচে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল উরুগুয়ে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ৭ জয়, দুটি হার ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২২। উরুগুয়ে আছে তিন নম্বরে। ১০ ম্যাচে ৪টি করে জয় ও ড্র এবং দুটি হারে তাদের পয়েন্ট ১৬।

১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট এ তালিকার তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল। ১০ ম্যাচ খেলে ৩ জয়, চারটি ড্র ও তিন ম্যাচ হেরে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র একটি ম্যাচ জিতেছে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে পেরু। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে ভেনেজুয়েলা।

আরও পড়ুনঃ দেশে-বিদেশে বিপিএলের উন্মাদনা ছড়াতে বড় পরিসরে পরিকল্পনা বিসিবির

ক্রিফোস্পোর্টস/৪ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল