সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলছে বিচ ফুটবল বিশ্বকাপের ১২ তম আসর। ১৬টি দল ৪ টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। ইতোমধ্যে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে।
এই টুর্নামেন্টে গ্রুপ ‘ডি’ থেকে অংশ নিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের ৩টি ম্যাচের সবগুলোতেই জয় নিয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন লাতিনের দেশটি।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়েছে ব্রাজিল। এই ম্যাচে মেক্সিকোকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।
ব্রাজিলের হয়ে এডসন হাল্ক জোড়া গোল করেন। এছাড়া অ্যালিসন ও মারিচিনহো ১টি করে গোল করেন। মেক্সিকোর হয়ে র্যামন মালদোনাদো, স্যালোমন বাইছ ও ক্রিসটোফার ক্যাসিল্লো ১টি করে গোল করেন।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওমানকে ৫-৩ গোলে এবং পর্তুগালকে ৩-২ গোলে হারিয়েছে সেলেসাওরা।
আগামীকাল (২২ ফেব্রুয়ারি) কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে জয়লাভ করলেই সেমির টিকিট নিশ্চিত করতে পারবে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: স্পেনকে হারিয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিলো আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৪/এমটি