লাতিন ফুটবলের সেরা দু’টি দল ব্রাজিল ও আর্জেন্টিনা। দক্ষিণ মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায়ও এই দুই দল নিয়েই সবচেয়ে বেশি মাতামাতি হয় ভক্ত-সমর্থকদের মাঝে। কিন্তু সেলেসাওদের সাম্প্রতিক ফর্মের কারণে অনেকেই চলমান কোপা আমেরিকায় ব্রাজিলকে ফেভারিট দল হিসেবে মানতে নারাজ ছিল। তার উপর প্রথম ম্যাচেই দুর্বল কোস্টারিকার বিপক্ষে গোল শূণ্য ড্র করায় সেই শঙ্কার পালে আর জোর হাওয়া লাগে।
কিন্তু সব সন্দেহ উড়িয়ে দিয়ে পরের ম্যাচেই নিজেদের আসল রূপ দেখালো ২০১৯ কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। সাম্প্রতিক সময়ে হওয়া সমালোচনার ঝাল তারা মিটিয়েছে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারানোর মধ্য দিয়ে। এর মাধ্যমে আজ খেলা শেষে সেলেসাওদের সুদিন ফিরে আসার ইঙ্গিত দিয়ে রাখেন তাদের কোচ দরিভাল জুনিয়র। পাশাপাশি দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে আক্ষেপও ঝরে এই ব্রাজিলিয়ানের কণ্ঠে।
দরিভাল জুনিয়র বলেন, ‘এটাই প্রথম কোন কোপা আমেরিকা টুর্নামেন্ট যেখানে ফেভারিট হিসেবে কেউই ব্রাজিলকে বিবেচনা করছে না। এর জন্য অবশ্য আমাদের সাম্প্রতিক সময়ের ফলাফলই দায়ী। তাই আমাদের দল হিসেবে আরও উন্নতি করতে হবে।’
আরো পড়ুন : ব্যালন ডি’অর জয়ের দৌঁড়ে নেইমারের পছন্দের চার ফুটবলার কারা?
প্যারাগুয়ের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের ব্যাপারে দরিভাল বলেন, ‘আমার কাছে দল এখনো আগের মতই আছে। খুব বেশি পরিবর্তনশীল কিছু আমার চোখে পড়েনি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলের সমর্থকেরা আমাদের উপর আস্থা রেখেছে। আমরা এখনো এমন কোন ফলাফল করতে পারিনি যা অন্য দলের জন্য ভয়ের কারণ হতে পারে। তবে এই খেলাটি একটা শিল্প, একটু একটু করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোই এখন আমাদের একমাত্র লক্ষ্য।’
দলের পাশে থাকতে বলে সমর্থকদের উদ্দেশ্যে দরিভাল বলেন, ‘যারা এখনো দলকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন, আশা করবো তাদের এই সমর্থন অব্যাহত থাকবে। আর যারা এখনো আমাদের সমর্থন করছেন না, তারাও দ্রুত দলের পাশে এসে দাঁড়াবেন। ব্রাজিলিয়ান ফুটবল ঠিক লক্ষ্যের দিকেই আগাচ্ছে।’
ক্রিফোস্পোর্টস/২৯জুন২৪/এমএস