Connect with us
ফুটবল

পারলো না ব্রাজিল, প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা

CONMEBOL Pre-Olympic Tournament Argentina vs brazil
ব্রাজিলকে হতাশ করে প্যারিস অলিম্পিক খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

আসন্ন প্যারিস অলিম্পিক-২০২৪ এ জায়গা পেতে লাতিন আমেরিকার দেশগুলো থেকে ১০ দল নিয়ে আয়োজন করা হয় কনমেবল অলিম্পিক বাছাই। এখান থেকে সেরা দুই দল যাচ্ছে প্যারিসে।

চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে কাদিয়ে প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে ১-০ গোলের জয়ে মোট ৫ পয়েন্ট নিয়ে অলিম্পিকে কোয়ালিফাই করে আলবিসেলেস্তেরা।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাতে আড়াইটায় ভেনিজুয়েলার এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এদিন ম্যাচের শুরু থেকে জয় পেতে মরিয়া দুদল, অ্যাটাক ও কাউন্টার অ্যাটাকে জমিয়ে তুলে ম্যাচটি, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল।

তবে দ্বিতীয়ার্ধে সফল আকাশী-নীলরা, ম্যাচের ৭৭ মিনিটে ব্রাজিলের জালে একমাত্র বলটি পাঠায় আর্জেন্টিনা। বাম দিক থেকে আসা বারকোর পাসকে হেডে পরিণত করে গোল আদায় করে নেন আর্জেন্টিনার গন্ডু।

এদিকে আগেই অনুমেয় ছিল, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে যে দল জিতবে তারাই খেলতে যাবে প্যারিস অলিম্পিক। এই পরিস্থিতির জন্য দল দুটি নিজেরাই দায়ী। কেননা, চূড়ান্ত পর্বের শুরুটা আশানুরূপ হয়নি লাতিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। বাছাইয়ের প্রথম পর্বে দাপট দেখালেও চূড়ান্ত পর্বে কিছুটা ব্যাকফুটে চলে যায় দল দুটো।

চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে যায় ব্রাজিল আর ভেনিজুয়েলার বিপক্ষে ড্র করে আর্জেন্টিনা। আর এতেই শঙ্কা পরে যায় দুদল।

পরে দ্বিতীয় ম্যাচে এসে জয় নিয়ে ব্রাজিল ঘুরে দাঁড়ালেও আবারো পয়েন্ট ভাগাভাগি করতে হয় আর্জেন্টিনাকে। আজ মাঠে নামার আগে ২ পয়েন্ট নিয়ে খেলতে নেমেছিল আর্জেন্টিনা, আর ব্রাজিলের ছিল ৩ পয়েন্ট। এই ম্যাচে জয়ের ফলে টেবিলের শীর্ষে উঠে আর্জেন্টিনার পয়েন্ট বেড়ে হয় ৫, আর ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে নেমে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের।

অপরদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে প্যারাগুয়ে। ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভেনিজুয়েলা। আজ নিজেদের তৃতীয় ও আসরের শেষ ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে-ভেনিজুয়েলা। ম্যাচটিতে প্যারাগুয়ে ড্র করলেই প্যারিসের টিকিট চূড়ান্ত হয়ে যাবে। এছাড়া হারলেও বেশি র‍্যাটিং থাকায় প্যারাগুয়ের সম্ভাবনাই বেশি। তাই বলায় যায়, এক্সট্রা মিরাকল না হকে, প্যারিস অলিম্পিক খেলতে লাতিন থেকে আর্জেন্টিনার সঙ্গী হচ্ছে প্যারাগুয়ে।

আরও পড়ুন: ফাইনালে আর্জেন্টিনার জালে জোড়া গোল দিয়ে শিরোপা জিতল ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল