সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে ব্রাজিল। এ নিয়ে রেকর্ড ষষ্ঠ বার শিরোপা জয়ের স্বাদ পেল সেলেসাওরা।
কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর থেকেই মাঠের ফুটবলে হতাশ করেছে ব্রাজিল। সিনিয়রদের একের পর এক ব্যর্থতার পাশাপাশি হতাশ করেছে যুবারাও। তবে কাতারে হেক্সা শিরোপা জয়ে ব্যর্থ হলেও দুবাইয়ে বিচ ফুটবলে হেক্সা শিরোপার মিশনে হতাশ করেনি ব্রাজিল।
দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে রবিবার (২৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ইতালি। ফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে হেক্সা শিরোপা ঘরে তুলেছে লাতিনের দেশটি।
এদিন ম্যাচের প্রথম রাউন্ডে ১-১ গোলে সমতা হলেও দ্বিতীয় রাউন্ড শেষে ৪-২ গোলে এগিয়ে যায় ব্রাজিল। তৃতীয় রাউন্ডে ব্রাজিলের পাশাপাশি ইতালিও ২টি গোল করেছে। তবে আগেই এগিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ৬-৪ গোলে জয় পায় ব্রাজিল।
এই ম্যাচে ব্রাজিলের হয়ে হ্যাটট্রিক করেছেন রদ্রিগো। এছাড়া ১টি করে গোল করেছেন ব্রুনো ও ব্রেনদো। ইতালির হয়ে জিয়ানমার্কো জেনোভালি ও টমাসো ফাজিন ২টি করে গোল করেছেন।
এর আগে ২০১৭ সালে তাহিতিকে হারিয়ে পঞ্চম শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। এখন পর্যন্ত সর্বোচ্চ (৬) শিরোপার মালিক সেলেসাওরা। এর পরেই দ্বিতীয় সর্বোচ্চ ৩ বার শিরোপা জয় করেছে রাশিয়া।
আরও পড়ুন: গেটাফের জালে এক হালি গোল, আরও উপরে উঠলো বার্সা
ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এমটি