প্যারিস অলিম্পিকে ব্রাজিলের গ্রুপ পর্ব বাধা পেরোনো নিয়ে ছিল শঙ্কা। তবে তারাই সেই বাধা টপকে নকআউটে একের পর এক চমক দেখিয়ে উঠে গেছে ফাইনালে। গতকাল টুর্নামেন্টের সেমিফাইনালে স্পেনকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল নারী ফুটবল দল। এতে করে অলিম্পিকের সোনা জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল তারা।
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) স্পেনের বিপক্ষে ফাইনালে ওঠা লড়াইয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। এর আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। আজ ব্রাজিলের জয়ের রাতে দলের হয়ে গোল পেয়েছেন গাবী পোর্টিলহো, আদ্রিনা ও কেরোলিন। ব্রাজিল অন্য গোলটি পেয়েছে প্রতিপক্ষের আত্মঘাতী হিসেবে।
ম্যাচের একদম শুরুতেই আইরিন পারেদেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গাবী পোর্টিলহো। ম্যাচের ৭১ মিনিটে আদ্রিনা গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। তবে ৮৫ মিনিটে গোল করে এই ব্যবধান কমিয়ে আনেন স্পেনের সালমা পারাল্লুয়েল্লো।
তবে ম্যাচে যোগ করার সময়ে কেরোলিনের গোলে আরও এগিয়ে যায় ব্রাজিল। যোগ করা সময়ের ১২ মিনিটে পারাল্লুয়েল্লোর ফের একটি গোল শোধ দেন। এতে করে শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এর আগে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছিল তারা। আগামী শনিবার স্বর্ণজয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফাইনাল খেলবে নামবে ব্রাজিল।
এদিকে চলমান অলিম্পিকের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে ভালো শুরু পেয়েছিল ব্রাজিল। তবে এর পরেই জাপানের কাছে ২-১ ব্যবধানে পরাজয়ের স্বাদ পায় তারা। শেষ ম্যাচে স্পেনের কাছে হারলেও অন্য গ্রুপের তৃতীয় অবস্থানে থাকা বাকি দলের তুলনায় গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ ‘সি’ এর তৃতীয় দল হিসেবে কোয়াটার ফাইনালে উঠেছিল তারা।
আরও পড়ুন: শেখ হাসিনার বিদায়, নিজ এলাকায় বিপাকে সাকিব-মাশরাফি
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৪/এফএএস