Connect with us
ফুটবল

ভিনির পেনাল্টি মিসে ভেনেজুয়েলার বিপক্ষে জেতা হলো না ব্রাজিলের

Brazil
ব্রাজিল বনাম ভেনেজুয়েলা। ছবি: সংগৃহীত

পেনাল্টি পেয়েও জিতলে পারলো না ব্রাজিল। পেনাল্টির সুযোগ হাতছাড়া করলেন ভিনিসিয়ুস জুনিয়র। এমনকি ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও সমতায় ফিরতে হয়েছে তাদের। ফলে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হলো সেলেসাওদের।

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল কোচ দলিভাল জুনিয়র বলেছিলেন তিনি ছোট ও বড় দলের মধ্যে তেমন পার্থক্য দেখেন না। শেষ পর্যন্ত মিলে গেলো এই কোচের কথা। ১-১ গোলে ড্র নিয়েই খুশি থাকতে হলো ভিনিদের।

আজ (শুক্রবার) চলতি চক্রের বাছাই পর্বের প্রথম ম্যাচে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্রাজিল।

এ দিন ৪৩ মিনিটের মাথায় রাফিনিয়ার গোলে এগিয়ে যাই ব্রাজিল। ফ্রি কিকে বাঁ পায়ের জোড়ালো শটে ডান পোস্ট দিয়ে বল জালে জোড়ান তিনি। ব্রাজিলের ১০ নাম্বার জার্সিতে এটি প্রথম গোল এই বার্সেলোনা তারকা। ফলে এগিয়ে থেকে বিরতিতে যান সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১ মিনিট না পেরোতেই সমতায় ফেরে ভেনেজুয়েলা। বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া।

এরপর  আরও আক্রমণাত্মক হয়ে উঠে ব্রাজিল। ৬৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পান ভিনি-রাফিনিয়ারা। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। ভিএআরের কল্যাণে পেনাল্টি পায় ব্রাজিল। তবে পেলাল্টির সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনি।

জয়ের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। একের পর এক আক্রমণের ধারা বজায় রাখেন তারা। অতিরিক্ত সময়ে চতুর্থ ও সপ্তম মিনিটে ভিনিসিয়ুস ও এস্তেভাওয় সুযোগ পেয়েও বল জালে জোড়াতে পারেননি। তবে ভেনেজুয়েলার রক্ষণভাগের কাছে পরাস্ত হয়েছেন তারা।

এর আগে ৮৯ মিনিটে বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস লাল কার্ড খেলে ১০ জন নিয়ে খেলা চালিয়ে যেতে হয় ভেনেজুয়েলাকে।

গোল করা সুযোগ দুই দলের হলেও ব্যর্থ হয়েছে সবাই। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে আজকের ম্যাচের ১ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে উঠলো ব্রাজিল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। এ তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ২২ পয়েন্ট। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ।

ক্রিফোস্পোর্টস/১৫ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল