ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। এই ম্যাচে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠলো মার্সেলো বিয়েলসার শিষ্যরা। সেই সঙ্গে উরুগুয়ে জেতায় আবারও চারে নেমে গেল ব্রাজিল।
আজ (শনিবার) ভোর ৬টায় মন্টোভিডিওতে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল উরুগুয়ে।
এ ম্যাচে ৩১ মিনিটে হুয়ান ফার্নান্ডো কুইনটেরোর গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এরপর প্রথমার্ধে সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি কোন দলই। ফলে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে কলম্বিয়ার ঘটেছে এক অঘটন। ডেভিনসন স্যানচেজের আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে উরুগুয়ে। এরপর কিছুক্ষণ পরেই ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ৬০তম মিনিটে রদ্রিগো অ্যাগুইর দুর্দান্ত ভাবে কলম্বিয়ার জালে বল জড়ান। ফলে ২-১ এগিয়ে যান তারা।
যোগ করার সময়ের ৬ মিনিটের মাথায় কলম্বিয়াকে সমতায় ফেরান আন্দ্রেস গোমেজ। তবে খেলা শেষ হওয়ার সামান্য সময়ের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ম্যানুয়েল উগার্তের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ফলে শেষ পর্যন্ত উরুগুয়ের কাছে হেরে মাঠ ছাড়তে হয় কলম্বিয়াকে।
এ জয়ের সুবাদে ৩ পয়েন্ট নিয়ে কলম্বিয়া এবং ব্রাজিলকে পিছনে ফেলে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়ে উঠে এলো উরুগুয়ে।
এ পয়েন্ট টেবিলে যথারীতি শীর্ষ রয়েছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ২২ পয়েন্ট মেসিদের। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। একই ম্যাচে সমান সংখ্যক ১৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের পার্থক্য থাকায় তৃতীয় অবস্থানে কলম্বিয়া। এ তালিকায় চতুর্থ অবস্থানে ব্রাজিল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট তাদের।
আরও পড়ুনঃ ম্যারাডোনার রেকর্ড ভেঙে অবসর প্রসঙ্গে যা বললেন রোনালদো
ক্রিফোস্পোর্টস/১৬ নভেম্বর ২৪/এইচআই