
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল ব্রাজিল যুব দল। তবে শেষ পর্যন্ত বড় অঘটন না ঘটায় দক্ষিণ আমেরিকান যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উঠে আসে তারা। এবার সেখানেই কলম্বিয়ার বিপক্ষে হারের প্রতিশোধ নিলো ব্রাজিল।
ভেনেজুয়েলায় চলমান রয়েছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। যেখানে ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়ে ভালো শুরু করেছিল ব্রাজিল। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়াকেও ১-০ গোলে পরাজিত করল যুব সেলেসাওরা। আর এতে শিরোপা জয়ের পথে নিজেদের এগিয়ে রাখলো তারা।
তবে এই পথে তাদের সামনে বাধা হয়ে রয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। গতকাল রাতে তারাও নিজেদের টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে। যেখানে উরুগুয়েকে ৪-৩ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। এতে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে তারা। আর সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল।
আরও পড়ুন:
» রাজনীতিতে আসার প্রসঙ্গে যা বললেন তামিম
» ৭ গোলের ম্যাচে আর্জেন্টিনার জয়, এগিয়ে গেল বিশ্বকাপের পথে
চলমান টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে গ্রুপ পর্ব থেকে উঠে এসেছে ৬ দল। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে পাঁচটি করে ম্যাচ। শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষে থাকা দল শিরোপা জয় করে নেবে। এখন পর্যন্ত প্রথম দুই ম্যাচের খেলা শেষে কেবল আর্জেন্টিনা ও ব্রাজিল জিতেছে সবগুলো ম্যাচ।
তাই নিঃসন্দেহে ব্রাজিল যুব দলের চোখ থাকবে শিরোপা জয়ে। তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার বিপক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি রয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের খেলা। ধারনা করা হচ্ছে সেই ম্যাচে যারা জিতবে, তারাই এগিয়ে থাকবে শিরোপা জয়ের পথে। অবশ্য গ্রুপ পর্বে মুখোমুখি দেখায় ব্রাজিলকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল আর্জেন্টিনা যুব দল।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি/এফএএস
