বাংলাদেশ সময় গত বুধবার মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচটি শুরুর আগে গ্যালারির একাংশে দুই দলের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠি চার্জ করে। এতে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর ম্যাচটি শুরু হয়ে। যেখানে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, ম্যাচ শুরুর আগে এমন অপ্রীতিকর ঘটনার বিষয়টি তদন্ত করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্তে ব্রাজিল দোষী প্রমাণিত হলে শাস্তির মুখে পড়বে তারা।
গ্লোবো আরও জানিয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি ঘটনাটি তদন্ত করবে। কোডের ধারা-১৭ অনুসারে, ম্যাচের আগে, ম্যাচের সময় এবং ম্যাচের পর শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব একান্তই আয়োজক ক্লাব বা ফেডারেশনের। এ ক্ষেত্রে ম্যাচে নিরাপত্তা নিশ্চিতের সম্পূর্ণ দায়দায়িত্ব ছিল সিবিএফের (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন)।
তদন্তে ব্রাজিলের দায় প্রমাণিত হলে আর্থিক জরিমানা, একটি বা দুটি ম্যাচ ফাঁকা মাঠে খেলা, সংশ্লিষ্ট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলায় বাধ্যবাধকতা কিংবা পয়েন্ট কাটা যাওয়ার মতো শাস্তিও হতে পারে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফুটবলে সহিংসতার জায়গা নেই।
উল্লেখ্য, কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছয় ম্যাচ খেলে তারা অর্জন করেছে ১৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রাজিল।
আরও পড়ুন: মারাকানা কাণ্ডে এবার মুখ খুললেন নেইমার জুনিয়র
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৩/এমএ