আসন্ন কোপা আমেরিকাকে ঘিরে নড়েচড়ে বসেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন(সিবিএফ)।
টুর্নামেন্টের আগে ফুটবলারদের শৃঙ্খলার মধ্যে রাখতে চুলে রং করা, কানে চটকদার দুল পরিহারসহ একগাদা নির্দেশনা জারি করছে সিবিএফ৷
ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির প্রণীত ‘রুলস অব কনডাক্ট’-এ দেওয়া নির্দেশনায় খেলোয়াড়দের মাঠ ও মাঠের বাহিরে বেশকিছু নির্দেশনা মানতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, চটকদার কানের দুল, গলার মালা পরিহার করা, খাবারের সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকা, জোরালো মিউজিক কিংবা গান শুনতে শুনতে স্টেডিয়ামে আসা থেকে বিরত থাকা ও সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিচক্ষণ হওয়া।
এছাড়া আরো রয়েছে, অনুশীলন সূচি ও খাবারের বিষয়ে মনোযোগী হওয়া, সময়ানুবর্তী হওয়া, খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করা এবং সিবিএফের পরিকল্পনা ও নির্দেশনাকে সম্মান করা৷
এর আগে সিবিএফে আপত্তির কারণে দলটির ফুলব্যাক ইয়ান কৌতো তার গোলাপী রঙের চুল কাটতে বাধ্য হয়৷ মূলত স্পেনিশ ক্লাব জিরোনাতে খেলার সময় ক্লাবের জার্সির সঙ্গে মিল রেখে চুলে গোলাপী রঙ করাম কৌতো৷ সেই চুল নিয়েই ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচে অংশগ্রহন করেছেন ইয়ান কৌতো৷ তাই চুলে রং নিষেধ করেছে সিবিএফ।
আরো পড়ুন: এবারের কোপায় ব্রাজিল দল নিয়ে আশাবাদী নন রোনালদিনহো
সিবিএফের এমন নির্দেশনা হাসিমুখে মেনে নিয়েছেন ইয়ান কৌতোবলেছি গোলাপি রং অসংযত দেখায়, আমি এটা বিশ্বাস করিনা। তবে আমাদের মতামতকে শ্রদ্ধা জানিয়ে আমি চুল কেটে ফেলেছি৷ আমি এখন কালো চুলের কৌতো৷ চুল পরিবর্তন হলেও পারফরম্যান্স পরিবর্তন হবে না, আমি আগের মতোই খেলবো।’
আগামী ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকা মিশন৷ এবারের আসরে ‘ডি’ গ্রুপ থেকে লড়ছে ব্রাজিল৷ এ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলম্বিয়া ও প্যারাগুয়ে৷
ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/টিএইচ