Connect with us
ফুটবল

আমেরিকান কাপের ইতিহাসে ব্রাজিলের যত শিরোপা জয়

American Cup BRAZIL
শিরোপা জয়ের দিক থেকে আর্জেন্টিনা ও উরুগুয়েট চেয়ে পিছিয়ে রয়েছে সেলেসাওরা। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বে ফিফার যেকোনো টুর্নামেন্টে ফেভারিটের তালিকায় সবসময় উপরের দিকে থাকে ব্রাজিল৷ অবশ্য এর পেছনে বড় কারণ ব্রাজিলের সাফল্য৷ পাঁচটি ফিফা বিশ্বকাপ, তিনটি ফিফা কনফেডারেশন কাপসহ ব্রাজিলের ট্রফি ক্যাবিনেটে রয়েছে নয়টি কোপা আমেরিকার শিরোপা৷ এমন দলকে যেকোনো টুর্নামেন্টের জন্য ফেভারিট না বললে খানিকটা অন্যায় হবে৷

কোপা আমেরিকার অভিষেক আসর থেকে ব্রাজিলের অংশগ্রহণ শুরু হলেও শিরোপা জয়ের দিক থেকে আর্জেন্টিনা ও উরুগুয়েট চেয়ে পিছিয়ে রয়েছে সেলেসাওরা৷ ১৯১৬ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টটি অলিম্পিকের পর ক্রীড়া দুনিয়ায় সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট। তবে তখন ‘কোপা আমেরিকা’ নামে কোনো টুর্নামেন্ট ছিল না। ১৯৭৫ সাল পর্যন্ত এটি পরিচিত ছিল দক্ষিণ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়ন্সশিপ নামে। এরপর থেকেই কোপা আমেরিকা নামে টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়৷

এখন পর্যন্ত কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল নাম আর্জেন্টিনা ও উরুগুয়ে৷ দল দুটির ঝুলিতে রয়েছে ১৫টি করে শিরোপা৷ সর্বশেষ আসরেও মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর বড় কোনো শিরোপা জিতে আর্জেন্টিনা। তবে এর আগের আসরেই নিজেদের নবম শিরোপা ঘরে তোলে সেলেসাওরা৷

আরও পড়ুন :

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে কখন?

» ইউরোর সেমিফাইনালসহ আজকের খেলা (৯ জুলাই ২৪)

» শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে জয়াসুরিয়া

কোপা আমেরিকার প্রথম দুই আসরে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় ব্রাজিলকে৷ ১৯১৯ সালে ব্রাজিলের ঘরের মাঠে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকা। সেবার ফাইনালে উরুগুয়েকে হারিয়ে ঘরের শিরোপা ঘরেই রেখে দেয় সেলেসাওরা৷ এরপর আবারো ১৯২২ সালে ব্রাজিলে ফিরে কোপা আমেরিকা৷ সেই আসরেও প্যারাগুয়েকে হারিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত কোপা আমেরিকায় টানা দুই শিরোপা জিতে ব্রাজিল৷

ঘরের মাঠে শিরোপা জয় করাই যেন ব্রাজিলের জন্য তখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে৷ ভিনদেশে কোপা মানেই ব্রাজিলের কাছে আক্ষেপের নাম৷ দীর্ঘ ১৪ বছর সেই আক্ষেপ আরো কয়েকগুন বাড়িয়েছে৷ কারণ এই ১৪ বছরে ব্রাজিলে অনুষ্ঠিত হয়নি কোনো কোপা আমেরিকা৷ ফলে টানা ১৪ বছর শিরোপা খরায় কাটাতে হয় ব্রাজিলকে৷ এর মধ্যে দুইবার ফাইনালে গেলেও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা খোয়াতে হয় ব্রাজিলকে৷ অবশেষে ১৯৪৯ সালে ব্রাজিলে অনু্ষ্ঠিত হয় কোপা আমেরিকা৷ সেই আসরে পেরাগুয়েকে হারিয়ে দীর্ঘদিনের আক্ষেপ মেটায় ব্রাজিল৷

কাকতালীয় হলেও সত্যি ব্রাজিল কোপা আমেরিকার প্রথম চার শিরোপাই জিতে ঘরের মাঠে৷ ১৯৪৯ সালের পর ব্রাজিলে আরো একটি কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে সময় লাগে ৪০ বছর৷ এর মাঝে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ১২টি আসর৷ কোনো আসরেই চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল, বরং ১৯৫৭ ও ১৯৫৯ সালে টানা দুইবার আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের৷

১৯৮৯ সালে চতুর্থবারের মতো ব্রাজিলের ঘরের মাঠে ফিরে কোপা আমেরিকা৷ সেই আসরে উরুগুয়েকে হারিয়ে ঘরের মাঠে টানা চার শিরোপা জয়ের রেকর্ড গড়ে সেলেসাওরা৷ ১৯৯৭ থেকে ২০০৭ পর্যন্ত কোপা আমেরিকার পাঁচ আসরের চারটিতেই শিরোপা ঘরে তোলে ব্রাজিল। ফুটবল বিশ্বে এমন আধিপত্য রয়েছে খুব কম দলেরই৷

সর্বশেষ ২০১৯ সালে বিখ্যাত মারাকানায় পেরুকে হারিয়ে কোপা আমেরিকার নবম শিরোপা ঘরে তোলে দানি আলভেস-থিয়াগো সিলভারা৷

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৪/টিএইচ/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল