গত বছর ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় খুব একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল। নিজেদের খেলা প্রথম ৬ ম্যাচে ২ জয়ের বিপরীতে সেলেসাওরা হারের স্বাদ পেয়েছিল ৩ ম্যাচেই। এবার চলতি বছর বিশ্বকাপ বাছাই পর্বের খেলা জয় দিয়ে শুরু করল ব্রাজিল।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ব্রাজিল। যেখানে সফরকারীদের ১-০ গোল ব্যবধানে পরাজিত করে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল।
এদিন ব্রাজিলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন রদ্রিগো। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে আজ অভিষেক হয়ে গেল ১৭ বছর বয়সী এস্তাভিওর।
এদিন ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকার চেষ্টা চালায় ব্রাজিল। সুযোগ বুঝে প্রতিপক্ষ শিবিরে চালায় মুহুর্মুহু আক্রমণ। ইকুয়েডরও বল পেয়ে পাল্টা আক্রমণে ওঠে বারবার। মাঝ মাঠে বল দখলের লড়াই ও সুযোগ বুঝে আক্রমণটা পাল্টা-আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ।
ইকুয়েডরের কঠিন রক্ষণ ভেঙ্গে কাঙ্খিত গোল আদায় করতে বেশ বেগ হতে হচ্ছিল স্বাগতিকদের। তবে ম্যাচের ৩০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুন এক গোলে দলকে লিড এনে দেন রদ্রিগো। এতে করে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
পিছিয়ে থাকা ম্যাচে সমতায় ফিরতে দারুন কিছু আক্রমণ চালায় ইকুয়েডর। তবে ফিনিশিং দুর্বলতায় সফলতা পায়নি দলটি। বারবার তাদের আক্রমণ প্রতিহত হয়েছে প্রতিপক্ষের কঠিন রক্ষণে কিংবা গোলকিপারের বিশ্বস্ত হাতে। ব্রাজিলও একাধিক চেষ্টা করে ম্যাচে আর বাড়াতে পারেনি ব্যবধান।
এদিন ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের তালিকায় উন্নতি ঘটিয়েছে সেলেসাওরা। দুই ধাপ এগিয়ে ১০ দলের মধ্যে চতুর্থ অবস্থানে উঠে এসেছে দলটি। সমান ৩টি করে জয় ও পরাজয়ের সাথে এক ড্রতে ব্রাজিলের পয়েন্ট ১০। ইকুয়েডর নেমে গেছে ৬ষ্ঠ নম্বরে। আর শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮।
আরও পড়ুন: এবার জিম আফ্রো টি-টেন লিগে দল পেলেন রিশাদ
ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৪/এফএএস