Connect with us
ফুটবল

কলম্বিয়ার বিপক্ষে ড্র করেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ব্রাজিল। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকায় আজ বুধবার ৩ জুলাই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ব্রাজিল। এদের ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের। এতে করে গ্রুপের দ্বিতীয় অবস্থান ধরে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে উরুগুয়ে।

ক্যালিফোর্নিয়ায় আজ ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। মাত্র ১২ মিনিটে রাফিনহার দুর্দান্ত এক ফ্রি-কিকে লিড পায় সেলেসাওরা। ডি বক্সের অনেক বাইরে থেকে নেওয়া সেই ফ্রি-কিক মানব দেওয়ালের ওপর দিয়ে চলে যায় গোলপোস্টের ডান কোনায়। যেখানে ঝাঁপিয়ে পড়েও সেটিকে জালে জড়ানোর হাত থেকে রক্ষা করতে পারেননি প্রতিপক্ষ গোলকিপার।

তবে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যেতে পারতো কলম্বিয়া। ফ্রি-কিক থেকে আসা বল হেড করে জালে জড়ান কলম্বিয়ার এক ফুটবলার। তবে সেই গোলটি কাটা পড়ে অফসাইডের ফাঁদে। তবে ম্যাচে রেফারি এই সিদ্ধান্তটি ছিল খুবই ক্লোজ। যা নিয়ে কিছুটা হতাশ হতে দেখা যায় কলম্বিয়াকে। অবশ্য প্রথমার্ধেই তারা সমতায় ফিরে আসে।

প্রথমার্ধের যোগ করার সময়ে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান ড্যানিয়েল মুনোজ। ডি-বক্সের বাইরের জটলা থেকে সতীর্থের বাড়ানো দারুণ এক বল বক্সের ভেতর পেয়ে যান ড্যানিয়েল। কিছুটা এগিয়ে ব্রাজিল গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এতে করে ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুদল।

এদিন গোটা ম্যাচে যেন ছড়িয়েছিল রোমাঞ্চ। ৩৩ ফাউলের এই ম্যাচে ডাগআউটের ফুটবলারদের মাঝেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। এদিকে গেল দুই বছর টানা ২৫ ম্যাচে অপরাজিত থাকার থাকার রেকর্ড নিয়ে মাঠে নামা কলম্বিয়া এক চুলও ছাড় দিতে চায়নি ব্রাজিলকে। তবে বিশ্বকাপ বাছাই পর্বে সেলেসাওদের পরাজিত করলে আজ কলম্বিয়াকে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।

বিরতি থেকে ফিরে দুই দলে ছিল গোলের খোঁজে। প্রায় সমান সংখ্যক সময় বল দখলে রাখা দুদলই দারুন কিছু আক্রমণ তৈরি করেছিল। তবে ফিনিশিংয়ে সফলতা পায়নি কোন দল। ম্যাচের ৫৯ মিনিটে রাফিনহার আরেকটি দুর্দান্ত ফ্রি-কিক চলে যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। এছাড়া দুদলের একাধিক আক্রমণ ভেস্তে যায় প্রতিপক্ষের রক্ষণে অথবা দুর্ভাগ্যের কবলে পড়ে।

এদিকে নকআউট পর্বের আগেই দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। আজ ম্যাচের মাত্র ৭ মিনিটে হলুদ কার্ড দেখে দুশ্চিন্তা বাড়িছেন ভিনিসিয়াস জুনিয়র। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন এই তারকা ফুটবলার। আর এতেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনিসিয়াস।

আরও পড়ুন: কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন ভিনিসিয়াস জুনিয়র

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল